মরিনহোর কাছে এ আর এমন কী!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১৮:০০
এ নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন মরিনহো। আগের পাঁচ ফাইনালের সবক’টিতেই শিরোপা জিতেছেন তিনি।
এর মধ্যে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে ইউরোপা লিগ এবং রোমাকে ইউরোপা কনফারেন্স লিগ জিতিয়েছেন তিনি।
তবে রোমাকে যদি ৩১ মে সেভিয়ার বিপক্ষে বুদাপেস্টের ফাইনালে শিরোপা এনে দিতে পারেন, তাহলে ক্লাবটির ইতিহাসের অংশ হয়ে যাবেন মরিনহো। যদিও এসবে নজর নেই তাঁর। সব কৃতিত্ব তিনি দিতে চান খেলোয়াড়দের, ‘রোমার ইতিহাসের পাতায় জায়গা করা নিয়ে আমি ভাবছি না। এটা এই ছেলেদের গড়ে উঠতে সাহায্য করবে, যাতে তারা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করতে পারে। এটা রোমার সমর্থকদেরও কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপার। যারা প্রথম দিন থেকে আমাকে অনেক কিছু দিয়েছে। আরেকটি ফাইনাল খেলা খুবই আনন্দের।’
তিনি আরও যোগ করেন, ‘ছেলেরা সবকিছু উজাড় করে দিয়েছে। এই ম্যাচ হলো আমাদের পরিশ্রম, অভিজ্ঞতা, কৌশলগত প্রজ্ঞা এবং খেলায় কীভাবে টিকে থাকতে হয়, তার ফল।’