ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জোতার জার্সির ‘অমরত্ব’ ঘোষণা লিভারপুলের

জোতার জার্সির ‘অমরত্ব’ ঘোষণা লিভারপুলের

জোতাকে নিয়ে লিভারপুলের পোস্ট- আমাদের আজীবনের নাম্বার ২০।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ১৫:০১

লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোতা বৃহস্পতিবার মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ক্রিস্টিয়ানো রোনালদো, মোহামেদ সালাহ, অ্যালিসন বেকারের মতো সতীর্থরা বিশ্বাস করতে পারছেন না জোতা নেই।

ইংলিশ ক্লাব লিভারপুরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জোতার মৃত্যুতে শোক জানানো  হয়েছে। অল রেডসরা তার মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করেছে। জোতা অল রেডসদের হয়ে ২০ নাম্বর জার্সি পরে খেলতেন। ওই জার্সির অমরত্ব ঘোষণা করেছে লিভারপুল। অর্থাৎ ২০ নম্বর জার্সি চিরকাল জোতারই থাকবে। ওই জার্সি পরে মাঠে নামবেন না আর কেউ।

জোতার সঙ্গে একই গাড়িতে থাকা তার ছোট ভাই আন্দ্রে জোতাও ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মৃত্যুতে শোক জানিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের ফুটবলসংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। দারুণ মানুষ ছিল সে। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়াগো ও আন্দ্রের চলে যাওয়া পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।’

লিভারপুলে জোতাকে বিদায় জানালেন ভক্তরা। ছবি: দ্য ইন্ডিপেনডেন্ট এক্সে বিবৃতি দিয়ে লিভারপুল জানিয়েছে, জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ক্লাব শোকে ভেঙে পড়েছে। দিয়াগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করে বলেছে, তারা অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো শোক বার্তায় লেখেন, ‘মানতে পারছি না, কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি সবেমাত্র বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো দিয়াগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

লিওনেল মেসি ইনস্টা স্টোরিতে ‘শান্তিতে থাকো’ লিখেছেন। নেইমার জোতার পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন। ফন ডাইক লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। অবিশ্বাস্য, বিধ্বস্ত লাগছে। অসাধারণ এক মানুষ ও খেলোয়াড় ছিলে তুমি। তার চেয়ে বেশি ছিলে পারিবারিক।’

নারীদের ইউরোয় স্পেন-পর্তুগাল ম্যাচে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন জোতা।জোতাকে লিভারপুলে আনা কোচ জার্গেন ক্লপ হৃদয় ভাঙা বার্তা দিয়েছেন, ‘সে ফুটবলারের চেয়ে বেশি কিছু ছিল। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সে অসাধারণ বন্ধু ছিল, স্বামী ছিল, বাবা ছিল। তার স্ত্রী রুতি, তার তিন সন্তান ও পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা।’

জোতার মৃত্যুতে ছুটি বাতিল করে লিভারপুলে ফিরছেন দলটির তারকা ফুটবলার মোহামেদ সালাহ। রেডসরা শোক স্মরণ সভার আয়োজন করেছে। সেখানে স্বশরীরে উপস্থিত থাকবেন মিশরীয় তারকা।

আরও পড়ুন

×