চার বছরে ৭ গোলে শেষ হ্যাজার্ডের রিয়াল ক্যারিয়ার

এডেন হ্যাজার্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ০৭:৪৮ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০৯:২১
একরাশ আশা নিয়ে ২০১৯ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদের আঙিনায় এসেছে এডেন হ্যাজার্ড। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপাই জিতেছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু এতে কোনো অবদান ছিল না বেলজিয়াম এই তারকার। চার বছর শুধু বেঞ্চই গরম করেছেন তিনি। ইনজুরি আর ফর্মহীনতায় চার মৌসুমে ৭৬ মাত্র ম্যাচ খেলে হ্যাজার্ড মাত্র ৭ গোল করতে পেরেছেন, সঙ্গে রয়েছে ১২ অ্যাসিস্ট।
সব মিলিয়ে রিয়ালের সঙ্গে হ্যাজার্ডের বিচ্ছেদটা অবধারিতই ছিল। তবে মাঝে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়বেন হ্যাজার্ড। তবে কোনোবারই তার সত্যতা মেলেনি। এবার অবশ্য গুঞ্জন নয়, সত্যি সত্যি রিয়াল ছাড়ছেন তিনি। রিয়ালের সঙ্গে হ্যাজার্ডের চুক্তি আরো এক বছর বাকি থাকলেও দুই পক্ষের সমঝোতায় এ মৌসুমেই শেষ হচ্ছে তার রিয়াল ক্যারিয়ার।
এক বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ, 'রিয়াল মাদ্রিদ এবং এডেন হ্যাজার্ড ঐকমত্যে পৌঁছেছে যে ২০২৩ সালের ৩০ জুনের পর তিনি আর আমাদের ক্লাবে থাকছেন না।'
বিবৃতিতে হ্যাজার্ডের জন্য শুভকামনাও জানিয়েছে রিয়াল, 'চার মৌসুম হ্যাজার্ড আমাদের দলের অংশ ছিল। এ সময় ৮টি শিরোপা জিতেছে। তার প্রতি রিয়াল ভালোবাসা জানাচ্ছে। সঙ্গে তাকে এবং তার পরিবারকে নতুন সময়ের জন্য শুভকামনা।'
জাতীয় দলের হয়েও গত বিশ্বকাপ ভালো যায়নি হ্যাজার্ডের। সোনালী প্রজন্মের বেলজিয়াম কাতার বিশ্বকাপে পার করতে পারেনি প্রথম রাউন্ড। কাতার বিশ্বকাপে শেষে আন্তর্জাতিক ফুটবলও ছেড়ে দেন তিনি।
/টিআই/