ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিজেকে গ্রেটেস্ট বলে অন্যদের অশ্রদ্ধা করতে চান না জকো

নিজেকে গ্রেটেস্ট বলে অন্যদের অশ্রদ্ধা করতে চান না জকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ০৫:৪৪

রোববার রাতে রোলাঁ গাঁরোতে ইতিহাস গড়েছেন নোভাক জকোভিচ। গ্র্যান্ডস্লাম জেতায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। সার্বিয়ান এ তারকার গ্র্যান্ডস্লামের সংখ্যা এখন ২৩টি। ২২ ট্রফিজয়ী রাফায়েল নাদালকে টপকে গেছেন তিনি। গ্র্যান্ডস্লাম জয়ে এক নম্বর হওয়ার দিনে একটি প্রশ্নও উঠেছে। জকোভিচই কি সর্বকালের সেরা?

এক্ষেত্রে বেশ বিনয়ী ৩৬ বছর বয়সী এ তারকা। নিজেকে ‘গ্রেটেস্ট’ বলতে চান না তিনি। ‘আমি নিজেকে গ্রেটেস্ট বলতে চাই না। তাহলে বিভিন্ন যুগে যুগে আসা অন্য গ্রেট চ্যাম্পিয়নদের প্রতি অশ্রদ্ধা দেখানো হবে। এখন যেভাবে খেলা হয়, অতীতে সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কাজেই আমি এই আলোচনায় ঢুকতেই চাই না। অবশ্যই আমার নিজের ওপর অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমি আমার নিজের ইতিহাস লিখছি।’ 

সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ জয়ের রেকর্ড করলেও এখনই থামতে চান না তিনি। অবশ্য আরও আগেই গ্র্যান্ডস্লাম জয়ে শীর্ষস্থান দখল করতে পারতেন তিনি। কারণ, গত দুই বছর গ্র্যান্ডস্লাম খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন তিনি। কোভিডের টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি, ইউএস ওপেন থেকেও নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন। আর চলতি ফ্রেঞ্চ ওপেনেও বিতর্কিত এলাকা কসোভো নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন তিনি। ফ্রান্স সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয় তাঁকে। এমনকি দ্বিতীয়বার এমন কিছু করলে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করার হুমকিও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×