তবু সাত রানের লিড নিল ইংল্যান্ড

প্যাট কামিন্সের উইকেট উদযাপন স্টোকসের। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১২:২২ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১২:২২
অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। জো রুট ১১৮ রানে অপরাজিত ছিলেন, পেসার রবিনসন ১৭ রান করে রুটকে ভালো সঙ্গ দিচ্ছিলেন। তবু ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিলেন স্টোকস।
তার ওই সিদ্ধান্ত নিয়ে শুধু আলোচনা নয় সমালোচনাও হচ্ছিল। টেস্টের প্রথম ইনিংসে যেখানে সম্ভব হলে ৬০০-৭০০ রানও করে অনেক দল। সেখানে চারশ’ রানের আগে ইনিংস ঘোষণার ‘গাম্ভীর্য’ দেখানো কেন? এমন প্রশ্ন উঠেছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩১১ রানে দিন শেষ করেছিল। উসমান খাজা সেঞ্চুরি করেছিলেন। তার সঙ্গে ছিলেন অ্যালেক্স কেরি। কিন্তু তৃতীয় দিন সকালে তাদের ফিরিয়ে অজিদের ৩৮৬ রানে অলআউট করেছে ইংলিশরা। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড তুলে নিয়েছে স্টোকসের দল।
খাজা ফিরে যাওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেছেন। ট্রাভিস হেড আগের দিনই ৫০ করে আউট হন। অ্যালেক্স কেরি ৬৬ রান করে আউট হয়েছেন। এছাড়া প্যাট কামিন্স করেছেন ৩৮ রান। আগের দিন ক্যামেরুন গ্রিনও ৩৮ রান করেছিলেন।
এর আগে ইংল্যান্ডের জো রুটের সেঞ্চুরি ছাড়াও জ্যাক ক্রলি ৬১ ও বড় ইনজুরি থেকে ফেরার ম্যাচে জনি বেয়ারস্টো ৭৮ বলে ৭৮ রান করেন। অজিদের হয়ে নাথান লায়ন চার উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে স্টুয়ার্ড ব্রড ও অলি রবিনসন তিনটি করে উইকেট নিয়েছেন।