অবসর ভেঙে টেস্টে ফিরেই জরিমানা খেলেন মঈন

অ্যাশেজে এজবাস্টন টেস্টে বোলিংয়ের সময় মঈন আলী। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৩:১৩
টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন আলী। দলের প্রয়োজনে অ্যাশেজ সিরিজে ওই অবসর ভেঙে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচের একাদশেও আছেন। কিন্তু আইসিসির বিধি ভঙ্গ করে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা খেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। সঙ্গে একটি ডি মেরিট পয়েন্টও পেয়েছেন।
মঈন আলী এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করতে আসার আগে হাত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করেন। যা নীতি বিরুদ্ধ। তিনি আইসিসির বিধির ১ নং ধারার ২.২ প্রতিবেদন অনুযায়ী দোষী হয়েছেন।
ওই প্রতিবেদনে আম্পায়ারের অনুমতি ছাড়া খেলোয়াড় হাত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করতে পারবেন না বলে উল্লেখ করা আছে। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিশ্চিত হয়েছেন যে, মঈন শুধু হাত শুকানোর জন্য স্প্রে নিয়েছেন। বল টেম্পারিংয়ের জন্য নয়।
আইসিসি জানিয়েছে, মঈন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সেজন্য শুনানির প্রয়োজন পড়েনি, ‘আলী তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নিয়েছেন। সেজন্য আনুষ্ঠানিক শুনানির দরকার পড়ছে না।’