গরুর হাটে তামিমপুত্রের জিজ্ঞাসা, 'ইবে হতো'?

ছবি- ফেসবুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ১১:১৬ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ১১:১৬
আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে অনেক সময়ই ক্রিকেটারদের পরিবার, প্রিয়জনদের ছেড়ে ঈদ করতে হয়। কখনো দেশে আবার কখনো দেশের বাইরেও ঈদ পালন করেছেন ক্রিকেটাররা। তবে এ বছর দুটি ঈদই প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ মিলেছে তাদের।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঢাকাতে ঈদ পালন করবেন। ঈদের পর আফগানিস্তান সিরিজ থাকলেও ঈদটা পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। এদিকে আজ বাদে কাল ঈদ। তামিমপুত্র আরহাম এখন ব্যস্ত গরুর হাটে।
তামিমের ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় গরুর হাটে কোরবানির গরুর দাম করছে তামিমপুত্র আরহাম। গরুর হাটে হাটতে হাটতে চট্টগ্রামের স্থানীয় ভাষায় আরহাম জিজ্ঞেস করছে, 'বাই, ও বাই, ইবে হতো?' মানে গরুর দাম জেনে নিচ্ছেন আরহাম। যা ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ও বাই, ইবে হত??? ???????????????? ঈদ মোবারক!
Posted by Tamim Iqbal on Wednesday, June 28, 2023
প্রসঙ্গত, ২০১৩ সালে আগ্রাবাদের মোহাম্মদ ইয়াছিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তামিম। স্কুলজীবনেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু।
আট বছরের লম্বা সম্পর্ক ২০১৩ সালের ২২ জুন পরিণয়ে রূপ পায়। বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা। বেশ ধুমধাম করেই চট্টগ্রামে হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।
- বিষয় :
- তামিম ইকবাল
- আরহাম
- গরুর হাট
- কোরবানির হাট
- ঈদুল আজহা