ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লন্ডনে সাব্বির-ইমরুলদের ঈদ

লন্ডনে সাব্বির-ইমরুলদের ঈদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ১২:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ১২:৪২

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। দেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন না ক্রিকেটার সাব্বির রহমান। লন্ডনে ঈদ পালন করেছেন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার। সেখানেই ঈদ পালন করছেন জাতীয় দলের ব্যাটার ইমরুল কায়েসও।

বুধবার নিজেদের ফেসবুকে ঈদ উদযাপন করার ছবি প্রকাশ করেছেন তারা। ছবিতে বেশ হাসি-খুশি দেখা গেছে দুজনকেই। সাব্বিরকে ছবিতে একা দেখা গেলেও ইমরুলের সাথে দেখা গেছে কয়েকজনকে।

এদিকে ইংল্যান্ডে ঈদ পালন করতে দেখা গেছে জাতীয় দলের আরেক ক্রিকেটার শামসুর রহমান শুভকেও। সেখানকার লিগ খেলতে কয়েকমাস ধরেই ইংল্যান্ডে অবস্থান করছেন তারা।

আরও পড়ুন

×