ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আজ থেকে ঘাসের কোর্টে টেনিসযুদ্ধ

জকোভিচ নয়তো কে?

জকোভিচ নয়তো কে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ০৯:৪৩

রজার ফেদেরার বা রাফায়েল নাদাল নেই তো কী হয়েছে, আছেন নতুন নাদাল কার্লোস আলকারেজ। পুরুষ এককের বাছাইয়ে তিনিই নাম্বার ওয়ান। দারুণ সময় কাটছে এ স্প্যানিশ সেনসেশনের। অল্প সময়ের ক্যারিয়ারে ১১টি এটিপি ট্রফি জিতেছেন আলকারেজ। নাম লেখান ১৪ ফাইনালে। এমন একজনের বাধা কাটিয়েই শিরোপা হাতে তুলতে হবে এবারের টুর্নামেন্টের বড় ফেভারিট নোভাক জকোভিচকে। এদিকে নারী এককে দু-একজনকে চ্যাম্পিয়ন খাতায় রাখা মুশকিল; যেখানে একাধিক তারকা এবার যুদ্ধে জিততে তৈরি।

অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকুয়েট ক্লাবে আজ থেকে শুরু হওয়া ঘাসের কোর্টের লড়াইটা শেষ হবে ১৬ জুলাই। এর আগে সংবাদ সম্মেলনে আলকারেজকে নিয়েও কথা বলেছেন জকো। নিজের অতীত, বর্তমান এবং এবারের স্বপ্ন নিয়ে বলতে গিয়ে এ সার্বিয়ান শৈশবের স্মৃতিও রোমন্থন করেছেন, ‘আমি এখনও সাফল্যের জন্য ক্ষুধার্ত। আরও বেশি গ্র্যান্ডস্ল্যাম, আরও অর্জন চাই। আমি জানি এই সময়েও আমি টেনিসের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখি। এটা সব সময়ই আমার স্বপ্নের একটি টুর্নামেন্ট, শৈশব থেকেই যা নিয়ে ভেবেছিলাম। এখানে বেশ কয়েকটি শিরোপা আমি জিতেছি। আমার মনে হয়, এখনও সেই তরুণ জকোভিচ টুর্নামেন্টে নামবে, আসলে স্বপ্নটা আগের মতোই চিরসবুজ আছে। হ্যাঁ, এটা ঠিক একজন বাদে বাকিদের বাদ পড়তেই হবে। আলকারেজ দারুণ খেলোয়াড়। এই বয়সে সে দুর্বার, এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছে, ইতিহাসে নাম লিখিয়েছে।’

টুর্নামেন্টটা যখন উইম্বলডন, তখন জকোর দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কেননা এই কোর্টে যতটা আশা করেছিলেন, ততটা সাফল্য পাননি। সবচেয়ে বেশি ২৩ গ্র্যান্ডস্ল্যামের মালিক উইম্বলডনে জেতেন সাত শিরোপা। সব মিলিয়ে ১৭ বার এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। যেখানে ৮৬ জয়ের বিপরীতে হার ১০টি। তবে ফাইনালে উঠলে আর তাঁকে আটকানো কঠিন। আটবারের মধ্যে শুধু একবার রানারআপ হয়েছিলেন জকোভিচ। যেটা প্রতিপক্ষ খেলোয়াড়দের জন্য খুবই দুশ্চিন্তার কারণ। তবে জকো কোনো কারণে ভুল করলে ট্রফিটা আলকারেজের হাতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফেভারিট হিসেবে এগিয়ে থাকবেন রুড, মেদভেদেভও।

আর নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন রাইবাকিনা হলেও সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের বিজয়ী ইগা সোয়াটেকের সম্ভাবনাই বেশি। যেভাবে ছুটছে তাঁর জয়ের ভেলা, তাতে রাইবাকিনা কিংবা অন্য কারও শিরোপা জেতাটা হবে চমক জাগানিয়া। আর সেই চমক দেখাতে পারেন সাবালেঙ্কা, কেভিতোভা, গার্সিয়াদের একজন।

আরও পড়ুন

×