'দ্য হানড্রেডে' দল পাননি সাকিব-তামিম

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০২:১৫
বিশ্বের টি-২০ লিগ মাতিয়ে বেড়ানো সাকিব আল হাসান একশ' বলের ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হানড্রেডে' দল পাননি। জায়গা হয়নি তামিম ইকবালেরও। বাংলাদেশ ক্রিকেট ভক্ত এবং সাকিব-তামিম ভক্তদের খবরটা পড়ে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে স্বান্তনা খুঁজে নেওয়ার মতো খবরও আছে। টি-২০ ফেরিওয়ালা ক্রিস গেইল একশ' বলের এই টুর্নামেন্টে দল পাননি। জায়গা পাননি লাসিথ মালিঙ্গা-কাগিসু রাবাদারাও।
ইংল্যান্ডে আগামী বছরের জুলাই-আগস্টে শুরু হতে যাচ্ছে 'দ্য হানড্রেড' খ্যাত টুর্নামেন্ট। ওই ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়ার ড্রাফটে সাকিব-তামিম ছাড়াও মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহসহ ১১ বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। কিন্তু দল না পাওয়ায় একশ' বলের এই টুর্নামেন্টের স্বাদ কারো নেওয়া হবে না।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার ড্রাফট এবং ক্রিকেটার নিলামের আগেই তিনজন করে ইংলিশ ক্রিকেটার বাছাই করে রেখেছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ১৫ জনের স্কোয়াডে ৩ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার ম্যাচের মূল একাদশেও সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে।
দ্য হানড্রেডের ড্রাফটে পাঁচশ'র ওপরে ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে দল পেয়েছেন ৯৬ জন। বাকি ৪৭৪ জন ক্রিকেটার দল পাননি। এশিয়া থেকে মাত্র আটজন ক্রিকেটার দল পেয়েছে। সেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের দৈরত্ব। পাকিস্তানের শাদাব খান, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির দল পেয়েছেন। আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে দল পেয়েছেন মোহাম্মদ নবি, কায়েস আহমেদ এবং মুজিব উর রহমান। এছাড়া নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিছানে দ্য হানড্রেডে দল পেয়েছেন। ভারতের ক্রিকেটাররা ওই লিগে খেলার ছাড়পত্র পায়নি।
ফ্র্যাঞ্চাইজি ও দল পাওয়া ক্রিকেটারা:
ট্রেন্ট রকেটস: জো রুট, রশিদ খান, ডি'আর্সি শর্ট, অ্যালেক্স হেলস, নাথান কোল্টার-নাইল, হ্যারি গার্নি, লুক রাইট, ডেভিড মালান
সাউদার্ন ব্রেভ: জোফরা আর্চার, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, লিয়াম ডসন, জেমস ভিন্স, শাদাব খান, টাইমাল মিলস, ক্রিস জর্ডান
নর্দার্ন সুপারচার্জার্স: বেন স্টোকস, মুজিব উর রহমান, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, অ্যাডাম লিথ, আদিল রশিদ, ডেভিড উইলি
ওয়েলশ ফায়ার: জনি বেয়ারস্টো, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, কলিন ইনগ্রাম, রবি রামপাল, কায়েস আহমেদ, লিয়াম প্লাঙ্কেট
ওভাল ইনভিন্সিবলস: স্যাম ক্যারান, সুনিল নারাইন, জেসন রয়, স্যাম বিলিংস, সন্দ্বীপ লামিছানে, রাইলি রুশো, টম ক্যারান, ক্রিস উড, ফ্যাবিয়ান অ্যালেন
ম্যানচেস্টার অরিজিনাল: জস বাটলার, ইমরান তাহির, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়েইন পারনেল, মিচেল স্যান্টনার
লন্ডন স্পিরিট: ইয়ন মরগান, ররি বার্নস, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবি, মোহাম্মদ আমির, মার্ক উড, জো ডেনলি, কাইল অ্যাবট, জেড ডার্নবাখ
বার্মিংহাম ফিনিক্স: ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, কেন উইলিয়ামসন, রবি বোপারা, শাহিন আফ্রিদি, অ্যাডাম জাম্পা, ক্যামেরন ডেলপোর্ট
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- দ্য হানড্রেড
- সাকিব-তামিম