তামিমের অবসরে 'শকড' হয়েছিল সতীর্থরা, জানালেন মিরাজ

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৯:১৩ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৯:১৩
চট্টগ্রামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডেকে অবাক করা এক ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর বলে দেন তিনি। পরে অবশ্য অবসর প্রত্যাহার করেছেন।
শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেতৃত্ব পাওয়া লিটন দাস বলেছিলেন, তামিম যে অবসর নেবেন এটা তারা জানতেন না। দুপুর ১টার দিকে জানতে পারেন যে, ওয়ানডে দলের অধিনায়ক এমন কিছু (অবসর) করতে পারেন।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরবর্তী সংবাদ সম্মেলনে স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ জানালেন, তামিম ইকবালের ওমন সিদ্ধান্তে তারা 'শকড' হয়ে পড়েছিলেন।
মিরাজ বলেন, 'সবাই একটু শকড হয়ে গিয়েছিল। তামিম ভাই এভাবে অবসর নিয়ে নেবে কেউ আশা করেনি। ওইদিন (বৃহস্পতিবার) আমাদের অফ ছিল। (তামিমের অবসরে) সাময়িক খারাপ লাগছিল। পরদিন তো অনুশীলন করেছি, গেম প্লান করেছি, তখন তো ঠিক হয়ে যাওয়ার কথা।'