একটা সিরিজ খারাপ যেতেই পারে: মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরাজের বোলিং। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৯:৪৮ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৯:৪৮
আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই হারে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ। প্রথমবার আফগানরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। তবে তাতে উদ্বিগ্ন নন স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, একটা ম্যাচ খারাপ যেতেই পারে। এশিয়া কাপে ও বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ম্যাচ আছে। তার আগে এই ভুল শুধরে উঠতে চান তারা।
মিরাজ বলেছেন, 'এই সিরিজ শুরুর আগেও বলেছিলাম, এই সিরিজ আমরা হারলেও খারাপ দল হয়ে যাবো না। একটা সিরিজ খারাপ যেতেই পারে। খারাপ যাওয়া মানে খারাপ দল হয়ে যাওয়া নয়।'
ঘরের মাঠে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় গিয়ে জয় পেয়েছে। সিরিজ হারাতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে হোমে ম্যাচ জিতেছে। তিনে ওয়ানডে সুপার লিগ শেষ করে বিশ্বকাপে পা রেখেছে।
দলের বিগত এই সাফল্যকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন মিরাজ, 'দেখুন আমরা কিন্তু ওয়ানডে সুপার লিগে তিনে শেষ করেছি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল বলেই আমরা তাদের হারাতে পেরেছি।'
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় হার নিয়েও ডানহাতি স্পিন অলরাউন্ডারের সহজ স্বীকারোক্তি। তার মতে, চট্টগ্রামের ওই উইকেটে ৩৩০ রান অনেক। আফগান বোলিং আক্রমণের বিপক্ষে ওই রান করা কঠিন। তবে ২৭০-২৮০ রানে আটকাতে পারলে ভিন্নচিত্র হতে পারতো।