রকিকে কিনে চেলসি-পিএসজির একহাত নিল বার্সা

ব্রাজিলিয়ান তরুণ রকির সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৩:১৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ০৬:২১
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাবকে তরুণ ফুটবলারে প্রায়ই ৫-১০ মিলিয়ন ইউরোর বাজি ধরতে দেখা যায়। কিন্তু দামটা যখন ২৫-৩০ মিলিয়নে যায় তখন ওই তরুণের প্রতিভা নিয়ে ক্লাবের সন্দেহ থাকে না। ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিটর রকি তেমনই একজন।
তাকে ৩৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে বার্সেলোনা। বুধবার চুক্তির বিষয়ে সমঝোতা হওয়ার বিষয়টি কাতালান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে স্প্যানিশ ক্লাবটির।
ভিটর রকিকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল ইউরোপের শীর্ষ পর্যায়ের বেশ কিছু ক্লাব। ৩৫ মিলিয়ন দেওয়ার জন্য প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিগ ওয়ানের পিএসজি ও জার্মান লিগের বায়ার্ন মিউনিখ। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো লড়াই জিতেছেন।
রকি বার্সায় যোগ দেবেন ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ শীতকালীন দলবদলের মৌসুমে। তার আগ পর্যন্ত বর্তমান ক্লাব অ্যাথলেটিকো পারানিয়েন্সে থাকবেন ‘নতুন রোনালদো’ খ্যাত এই স্ট্রাইকার। তার চুক্তির শর্তে মোটা অঙ্কের এড অন্স ও পারফরম্যান্স বোনাসের কথা উল্লেখ আছে।
যেমন- রকি যদি ব্যালন ডি’অর জেতেন তাহলে পারানিয়েন্সে অতিরিক্ত আরও প্রায় ৩০ মিলিয়ন ইউরো পাবে। বার্সা কর্তৃপক্ষ তার পিঠে সেঁটে দিয়েছে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। তার সঙ্গে চুক্তির অর্থ তিন কিস্তিতে শোধ করবে বার্সেলোনা।