ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দাম কমিয়ে শেখ রাসেলেই থাকছেন জামাল ভূঁইয়া

দাম কমিয়ে শেখ রাসেলেই থাকছেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ০৮:২২

দলবদলের আনুষ্ঠানিকতা শুরুর আগেই জাতীয় দলের সব তারকা ক্লাবের ঠিকানা খুঁজে পান। ব্যতিক্রম ছিলেন শুধু জামাল ভূঁইয়া। বয়স এবং পারফরম্যান্সের কারণে তাঁর ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রও ছেড়ে দিতে চেয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। 

সে জন্য জামালের বিকল্প হিসেবে মধ্যমাঠে ভালো কয়েকজন ফুটবলারের সন্ধানে নামেন ক্লাব কর্তারা। কিন্তু ফুটবলার সংকট এবং মাঝারি মানের ফুটবলারদের বেশি দাম হাঁকানোর কারণে পিছপা হন রাসেল কর্তারা। তাই আরও এক মৌসুমের জন্য জামাল ভূঁইয়ার সঙ্গে চুক্তি করেছে শেখ রাসেল। তাঁর চুক্তিতে সই করার ছবিটিও এসেছে সমকালের কাছে। 

জামাল এবং ক্লাব; দু’পক্ষই নিশ্চিত করেছে চুক্তির বিষয়টি। তবে নতুন চুক্তিতে টাকার অঙ্ক কত, সেটা প্রকাশ করেনি কেউই। কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে, গতবারের চেয়ে এবার টাকার অঙ্ক কমিয়ে শেখ রাসেলেই রয়ে গেলেন ডেনমার্ক প্রবাসী এ মিডফিল্ডার।

গত মৌসুমে প্রায় কোটি টাকায় শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তি করেছিলেন জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে তাঁর দল শেখ রাসেল হয়েছে পঞ্চম। কোনো ট্রফিও জিততে পারেনি তারা। এবার তারুণ্যনির্ভর দল গঠনের চেষ্টায় ক্লাবটি। এরই ধারাবাহিকতায় বাফুফের এলিট একাডেমি থেকে কয়েকজন ফুটবলারকে চেয়েছে তারা। তবে ফেডারেশন একাডেমির ফুটবলারদের নিলামে ওঠানোর সিদ্ধান্ত নেওয়ায় এখন বাজেটের চেয়ে হয়তো বেশি দামে কিনতে হবে শেখ রাসেলকে।

আরও পড়ুন

×