দুপুরে ক্রিকেট ধর্মঘট নিয়ে বৈঠকে বসছে বিসিবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ২৩:৫০ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০১:৪৫
ক্রিকেটারদের ধর্মঘটের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসবেন বিসিবি'র কর্মকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।
দুপুর ১২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বোর্ডের দায়িত্বশীল এক পরিচালক বলেন, সামনে ভারত সিরিজ। তার আগে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। আমরা ক্রিকেটারদের বিপক্ষে নই।
বাংলাদেশের ক্রিকেটাররা সোমবার বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলন ডাকেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা দাবি করেন, দেশের ক্রিকেট ঠিক মতো চলছে না। সাকিব, তামিম এবং মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা সংবাদ সম্মেলন থেকে ১১ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবি-দাওয়া পূরণ না হলে সব ধরণের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এই ধর্মঘটের জেরে আগামী মাসের শুরুতে বাংলাদেশ-ভারত সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে। ওই সফরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এরপর খেলবে দুটি টেস্ট।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট এবং টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান মূখপাত্র হিসেবে বলেন, দাবি-দাওয়া পূরণ না হলে ক্রিকেটাররা কোন ধরণের ক্রিকেটে অংশ নেবেন না।