ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আলভেসকে ছাড়িয়ে শিরোপা জয়ে সবার ওপরে মেসি

আলভেসকে ছাড়িয়ে শিরোপা জয়ে সবার ওপরে মেসি

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ০৫:৩৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৫:৩৬

লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। নাসভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। তার একমাত্র গোলেই নাসভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি। এটিই যুক্তরাষ্ট্রে মেসি ও তার দলের প্রথম শিরোপা।

যে দল টানা ১১ ম্যাচ ছিল জয়বিহীন, সেই মায়ামিই মেসি আসার পর লিগস কাপের শিরোপা জিতে গেল। যুক্তরাষ্ট্রের মাটিতে নেমে মেসি গোল করলেন টুর্নামেন্টের প্রতি ম্যাচেই। আসর শেষ করলেন তিনি ৭ ম্যাচে ১০ গোল করে। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। আসরের সেরা ফুটবলারের পুরস্কারও ওঠে তার হাতেই।

মায়ামির সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে মেসি। ছবি- এএফপি

ব্যক্তিগতভাবে আরও অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। লিগস কাপ জিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ দানি আলভেসকে। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ব্রাজিলিয়ান তারকা আলভেস তার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। 

মেসির ৪৪ শিরোপা: 

বার্সেলোনা ৩৫, লা লিগা ১০, কোপা দেল রে ৭, সুপারকোপা ৮, চ্যাম্পিয়ন্স লিগ ৪, উয়েফা সুপার কাপ ৩, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩, পিএসজি ৩, লিগ 'আ' ২, ট্রফি দে চ্যাম্পিয়ন্স ১, ইন্টার মায়ামি ১, লিগস কাপ ১, আর্জেন্টিনা ৫, ফিফা বিশ্বকাপ ১, কোপা আমেরিকা ১, লা ফিনালিসিমা ১, অলিম্পিক ১, যুব বিশ্বকাপ ১

আরও পড়ুন

×