ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ক্রিকেটাররা ধর্মঘটে

'শুরুতেই হার্ডলাইনে যাওয়া উচিত হয়নি'

'শুরুতেই হার্ডলাইনে যাওয়া উচিত হয়নি'

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০০:৫৪

১১ দফা দাবি উত্থাপন করে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। গতকাল মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমের সামনে নিজেদের নানামুখী চাওয়া-পাওয়া নিয়ে কথা বলেন সাকিব-তামিমরা। তবে এভাবে সরাসরি ধর্মঘটে না গিয়ে আগে আলোচনার টেবিলে বসতে পারতেন তারা- এমনটা মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এ ব্যাপারে তিনি সমকালকে বলেন, 'যে কোনো বিষয়ে আলোচনার টেবিলে বসার মতো তো ভালো কিছু নেই। তারা প্রথমেই এভাবে শক্ত অবস্থানে না গিয়ে বিসিবিকে লিখিতভাবে জানাতে পারত, বা একটা সময় বেঁধে দিত। যে সাত দিনের মধ্যে, দশ দিনের মধ্যে আপনারা যদি না করেন তাহলে আমরা কিন্তু হার্ডলাইনে যাব। এরপর যদি বিসিবি না শুনত তাহলে তারা ধর্মঘটে যেতে পারত।'

তারা যে দাবিগুলো তুলেছে সেখানকার কিছু দাবি যৌক্তিক মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, 'প্রথমেই ধর্মঘটে যাওয়া- এটা দেশের ভাবমূর্তিও নষ্ট করতে পারে। আমাদের ক্রিকেট বোর্ড এখন আর দরিদ্র নয়, তাদের সামর্থ্য আছে। ইচ্ছা করলেই আমাদের ক্রিকেটারদের দাবিগুলো তারা পূরণ করতে পারত। তবে আমি তাদের দাবিগুলো দেখেছি, অনেক দাবির যৌক্তিকতা আছে। সবাই মিলে যদি এর জন্য আবেদন করত তাহলে সমাধানটা সহজেই হতো বলে আমি মনে করছি।'

যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমাধান করতে বিসিবিকে অনুরোধ করেছেন জাহিদ আহসান রাসেল, 'আমি ক্রিকেট বোর্ডকে বলেছি, যেহেতু তারা এটা করেই ফেলেছে, কীভাবে তাদের দ্রুত মাঠে আনা যায়। যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে আলোচনা করে এটার সমাধান করার জন্য আমি তাদের অনুরোধ করেছি, নির্দেশনা দিয়েছি।'

আরও পড়ুন

×