ব্যাটিং অর্ডার প্রশ্নে বিরক্ত রোহিত, চান নমনীয়তা

এশিয়া কাপের দল ঘোষণার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও আগারকার। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৫:১৫
ব্যাটিং অর্ডারে কোন জায়গা কারো নামে লেখা নয়। দলের প্রয়োজনে যেকোন জায়গায় ব্যাটিং করতে হতে পারে। সেটা ওপেনিং হোক কিংবা আট নম্বর ব্যাটিং অর্ডার। সেভাবেই দলের সকলকে প্রস্তুত থাকতে বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। সেখানে চার নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন আসায় রোহিত বলেন, “এই দলে আমি একটা জিনিস চাই, তা হলো যেকোন জায়গায় যে কাউকে ব্যাটিং করতে পারা। এই জিনিসটা দলের সকলকে মাথায় রাখতে হবে। কেউ বলবে না যে, ‘আমি এই পজিশন বা ওই পজিশনে ভালো।’ আমরা এমন ক্রিকেটার চাই যে, যেকোন জায়গায় ব্যাট করতে পারবে। শুধু এখন নয় বরং গত তিন-চার বছর ধরেই।’
রোহিত বলেন, ‘আগের একটা ম্যাচে ছয়ে ব্যাট করা কেউ কেন পরের ম্যাচে চারে ব্যাট করছে এটা দলের বাইরের কারো জন্য বোঝা কঠিন হবে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাবের ক্রিকেট নয়। আমরা যদি এমন সিদ্ধান্ত নেই তার অর্থ এমন নয় যে, একজনকে একটা ব্যাটিং অর্ডার ঠিক করে দিলাম, পরদিন ঘুম থেকে উঠে তা বদলে ফেলা হবে।’
ব্যাটিং অর্ডার ও মানসিকতা নিয়ে নমনীয়তা চান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার মানে এই নয় যে, তিনি ওপেনারকে সাতে ব্যাটিং করাবেন। কিংবা হার্ডিক পান্ডিয়াকে ওপেনিংয়ে পাঠাবেন। তিনি চান দলের প্রয়োজনে একটা অদল-অবদলের জন্য প্রস্তুত থাকা। তার মতে, গত সাত-আট বছর শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ওপেনিং করেছেন। বিরাট কোহলি খেলেছেন তিনে। চার-পাঁচে যে তরুণরা এখন আসছে তাদের প্রয়োজনে আপ-ডাউন করানো হতে পারে।
রোহিত বলেন, ‘গত চার-পাঁচ বছর ওপেনাররা ওপেনিং করছে। কোহলি তিনে খেলছেন। রাহুল ও পান্ডিয়া পাঁচ ও ছয়ে খেলছেন। জাদেজা খেলছেন সাতে। চার এবং পাঁচে যারা খেলছেন তাদের মাঝে মধ্যে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে দোষ নেই। এই নমনীয়তা দরকার। এর মানে এই নয় যে, ওপেনারকে আটে ব্যাটিং করতে পাঠাবো।’
দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে এসেছিলেন অধিনায়ক রোহিত। তার ব্যাটিং নমনীয়তা তত্ত্ব আরেকটু ভেঙে বলেন বোর্ড নির্বাচক আগারকার, ‘রোহিত নমনীয়তা মানে যে কাউকে যেকোন পজিশনে ব্যাটিং করতে হবে এমনটা বলছে না। একজন খেলোয়াড় তার কাজ সম্পর্কে পরিষ্কার। বোলার জানে নতুন বলে বল করতে নাকি মিডল ওভারে। ব্যাটার তার দায়িত্ব জানে। টুর্নামেন্ট চলাকালে কোন কারণে কেউ খারাপ করলে বা দল সেরাটা দিতে না পারলে দায়িত্বটা এদিক-ওদিক হতে পারে। এজন্য মানসিক নমনীয়তা দরকার।’