ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেইল ও ভিকারুননিসা

স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সানিডেইল ও ভিকারুননিসা

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৭

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ২৮তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।

এছাড়া বালক বিভাগে রানার্সআপ হয়েছে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ। বালিকা বিভাগে সানিডেইল রানার্স আপ হয়েছে। 

মঙ্গলবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল পোলার আইসক্রিম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এছাড়া পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×