ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফগানদের তিনশ’ ছোঁয়া লক্ষ্য দিল শ্রীলঙ্কা

আফগানদের তিনশ’ ছোঁয়া লক্ষ্য দিল শ্রীলঙ্কা

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৮

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। জয়ে আসর শুরু করা শ্রীলঙ্কা মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ২৯১ রানের সংগ্রহ তুলেছে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ভালো শুরুও পায় তারা। পাথুন নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন। করুনারত্নে ফিরে যান ৩২ রান করে। এরপর নিশাঙ্কা ফিরে যান ৪১ রান করে। 

তিনে নামা কুশল মেন্ডিস দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন। তিনি ৮৪ বলের ইনিংসটি সাজান ছয়টি চার ও তিনটি ছক্কার শটে। 

মিডল অর্ডারে চারিথা আশালঙ্কা ৩৬ রান করেন, লোয়ারে অর্ডারে দুনিথ ওয়েল্লালাগে ৩৩ রান করেন। মিডলে সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকারা ব্যর্থ হওয়ায় লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটে প্রত্যাশা মতো রান করতে পারেনি শ্রীলঙ্কা।

আরও পড়ুন

×