ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়া নয়, মোরসালিনের ভাবনায় মালদ্বীপ ম্যাচ

অস্ট্রেলিয়া নয়, মোরসালিনের ভাবনায় মালদ্বীপ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৫৩

প্রত্যাবর্তনের গল্পগুলো লিখছে নতুন করে। শেষ মুহূর্তে গোল হজম করার পুরোনো রোগ সেরেছে। পরীক্ষিত ফরোয়ার্ড ছাড়া গোল করছেন মিডফিল্ডার থেকে শুরু করে ডিফেন্ডাররা। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নম্বর নাইন ছাড়া খেলে মিলছে সাফল্য। এ যেন বদলে যাওয়া এক বাংলাদেশ। 

প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের সঙ্গে সমানতালে লড়াই করা লাল-সবুজের দলটি এখন বেশ ধারাবাহিক। হারার আগে না হারার মানসিকতাকে ধারণ করা বিশ্বনাথ ঘোষ-রাকিব হোসেনরা আত্মবিশ্বাসী। বেঙ্গালুরু সাফ থেকে আত্মবিশ্বাসের জ্বালানি বয়ে বেড়ানো হ্যাভিয়ের ক্যাবরেরার দলটি এখন মালদ্বীপ ম্যাচকে পাখির চোখ করেছে। 

বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ১–১ গোলে ড্রয়ের পরদিন গতকাল জাতীয় দলের ক্যাম্প থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজের দলে থাকা ফুটবলাররা যে যার মতো ছুটি কাটাচ্ছেন। আফগান ম্যাচে গোল করার নায়ক শেখ মোরসালিন তো নিজ গ্রাম ফরিদপুরে চলে গেছেন। 

গতকাল হোটেল থেকে ব্যাগ গুছিয়ে গাড়িতে বসে সমকালের সঙ্গে কথা বলতে গিয়ে হতাশা এবং উচ্ছ্বাস দুটিই প্রকাশ করেছেন বসুন্ধরা কিংসের এ তারকা, ‘আগের ম্যাচে গোল করতে পারিনি বলে অনেক কষ্ট পেয়েছিলাম। তাই মনে মনে পণ করেছিলাম, দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে ভুল করব না। এবার মাথা ঠান্ডা করেই গোল করেছি।’ 

গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করেছেন মোরসালিন। অথচ তাঁর আইডল বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইনা। ‘আমি ছোটবেলা থেকেই কেভিন ডি ব্রুইনাকে অনুসরণ করে আসছি। তবে মেসি এবং রোনালদোকে পছন্দ করি। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যদি গোল করি, তাহলে সিআর সেভেনের মতো উদযাপন করব। কারণ আমিও রোনালদোর মতো সাত নম্বর জার্সি পরে খেলি।’ 

জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে করেছেন তিন গোল। এখনও লম্বা পথ বাকি। মোরসালিনেরও স্বপ্নটা আকাশচুম্বী, ‘যদি নিয়মিতভাবে খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জার্সিতে ৫০ গোলও করতে পারব।’

ক্যাবরেরার অধীনে এই বাংলাদেশ ধারাবাহিকতার সঙ্গে এখন বেশ আত্মবিশ্বাসী। মোরসালিনের কণ্ঠেও সেটা ফুটে ওঠে, ‘আপনি দেখেছেন, সাফ থেকেই আমাদের খেলায় অনেক উন্নতি হয়েছে। যখনই আমরা মাঠে নামি, একটা দল হিসেবে খেলি। এটাই আমাদের জন ইতিবাচক দিক।’ 

১২ এবং ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। দ্বীপ দেশকে হারাতে পারলে অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলা দেশের মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। সকারুদের মতো দলের বিপক্ষে খেলার স্বপ্ন থাকলেও মোরসালিনের ভাবনায় এখন শুধুই মালদ্বীপ ম্যাচ, ‘সাফে আমরা মালদ্বীপের বিপক্ষে জিতেছি। যে আত্মবিশ্বাসটা অক্টোবরে বাছাইয়ে কাজে লাগবে। আশা করি, এবারও তাদের হারাতে পারব। পরে কী হবে জানি না, এই দুটি ম্যাচ নিয়েই এখন আমরা ভাবছি।’

আরও পড়ুন

×