নাসির কি জাতীয় লিগে খেলতে পারবেন?

বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৩
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
যেখানে নাসির ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নিয়েছেন এবং তিনি তা আমিরাত বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে নাসির অসহযোগিতা করেছেন বা সহায়তা করতে অস্বীকার করেছেন।
ওই ঘটনায় আইসিসি এই স্পিন অলরাউন্ডারকে নোটিশ পিরিয়ড হতে জবাব দেওয়ার জন্য ১৪দিন সময় দিয়েছে। এরপর একটি পক্রিয়ার মাধ্যমে তার সাজা হবে কিনা ওই সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হচ্ছে, আইসিসির দুর্নীতির জালে পড়া নাসির হোসেন কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন? ১০ অক্টোবর শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগে দেখা যাবে তাকে?
বিষয়টি নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সমকালকে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে খেলতে পারবে কিনা, এটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। সাধারণত এ ধরনের ঘটনায় আমরা ক্লোজলি মনিটর করি এবং আইসিসির সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপগুলো নিই। আইসিসির নির্দেশনা বা আলোচনা করে আমাদের করণীয় বিষয় ঠিক করা হবে।’
১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মৌসুম। প্রথম শ্রেণির ক্রিকেটে রংপুর বিভাগের ক্রিকেটার নাসির। চলতি মৌসুমে তাঁকে খেলতে দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত শিগগিরই নিতে হবে দেশের ক্রিকেট বোর্ডকে। নাসির বর্তমানে যুক্তরাষ্ট্রের লিগে খেলছেন। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের চেষ্টা করছেন তিনি।