বিশ্বকাপের পর বিপিএলও শেষ এবাদতের
-samakal-650fe59880ffc.jpg)
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩০
এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত বড় দুই টুর্নামেন্টের আগে বাংলাদেশ জাতীয় দলে দুঃসংবাদ হয়ে আসে এবাদত হোসেনের ইনজুরি। হাঁটুর চোটের কারণে পুনর্বাসনেই কাটাতে হচ্ছে জাতীয় দলের নির্ভরযোগ্য এই বোলারকে।
তবে সহসাই মাঠের ক্রিকেটে ফেরা হচ্ছেনা তার। বিশ্বকাপ তো বটেই, বিপিএল থেকেও ছিটকে গেলেন তারকা এই পেসার। জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলা হচ্ছে না এবাদতের।
আজ রোববার ঢাকার একটি হোটেলে চলছে বিপিএলের খেলোয়াড় নিলাম। সেখানেই জানানো হয়, বিপিএল খেলতে পারবেন না এই পেসার।
চলতি মাসেই হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করেছেন এবাদত। যে কারণে ৬ থেকে ৭ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা এই পেসার। আর এই কারণেই আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না এবাদতের। এবারের আসরে বি ক্যাটাগরিতে ছিলেন এবাদত মূল্য হিসেবে ছিল ৫০ লাখ টাকা।
- বিষয় :
- বিপিএল ড্রাফট
- বিপিএল-২০২৪
- এবাদত হোসেন