শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে লিভারপুলের হার
-samakal-6518f546ea92a.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০৪:২৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৪:২৭
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে টটেনহ্যামের কাছে হেরেছে লিভারপুল। ২-১ ব্যবধানে হেরেছে জার্গেন ক্লপের দল। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই পরাজয় অলরেডদের।
লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের কার্টিস জোনস। এরপর অফসাইডে গোল বাতিল হয় রুবেন দিয়াজের। পাল্টা আক্রমণে সং হিউং মিনের গোলে ৩৬ মিনিটে ১-০তে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে প্রথমার্ধের শেষ মিনিটে ডাচ গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।
এত কিছুর পরও টটেনহামের মাঠ থেকে এক পয়েন্ট তুলে নেওয়ার পথে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। তবে দিনটি লিভারপুলের ছিল না। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ৯ জনের পরিণত হয় লিভারপুল। এবার বল হারিয়ে সেই বল দখলে নিতে গিয়ে মারাত্মক ফাউল করে বসেন ডিয়োগো জোটা। রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান। ৯ জনের দল হয়েও ড্রয়ের পথেই যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের ৯৬ মিনিটে পেদ্রো পোরোর ক্রস প্রতিহত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জোয়েল মাতিপ। শেষ বাঁশির ক্ষণিক আগে মাতিপের ওই আত্মঘাতী গোলেই টটেনহামের মাঠে ২–১ ব্যবধানে হেরে গেছে লিভারপুল।
অন্যদিকে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের হারের দিনে জয় পেয়েছে আর্সেনাল। বর্নোমাউথকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।
এই হারে ক্লপের দল পয়েন্ট তালিকার চার নম্বরে নেমে গেছে। দুইয়ে উঠে এসেছে টটেনহাম হটস্পার্স। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট ম্যানচেস্টার সিটির আর তারাই আছে লিগের শীর্ষে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট স্পার্সের। প্রতিবেশীদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আর্সেনাল। আর ১৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।
- বিষয় :
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- লিভারপুল
- টটেনহ্যাম