ফিরছেন উইলিয়ামসন, খেলবেন না সাউদি

চেন্নাইয়ে অনুশীলনে কেন উইলিয়ামসন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ০৯:২২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৯:২২
দীর্ঘ ছয় মাস ইনজুরির সঙ্গে লড়াই করেছেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে আসরে দলের দুই ম্যাচ হয়ে যাওয়ার পর মাঠে নামছেন কিউই অধিনায়ক। তবে ফেরা হচ্ছে না ইনজুরি কাটিয়ে ওঠা টিম সাউদির।
বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে শুক্রবার মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিজের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন উইলিয়ামসন। তবে সাউদির খেলা হচ্ছে না বলেও উল্লেখ করেছেন তিনি।
উইলিয়ামসন বলেছেন, ‘টিম (সাউদি) খুব ভালো উন্নতি করেছেন। তবে আগামীকালের ম্যাচে তিনি খেলছেন না।’ নিজের ইনজুরি কাটিয়ে ফেরার বিষয়ে তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছি, বিশ্বকাপ দলে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। আগামী ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। খেলতে পারবো ভেবে আনন্দিত।’
কেন উইলিয়ামসন একাদশে ফিরলে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনতে হবে। তার ব্যাটিং পজিশন তিনে রচিন রবীন্দ্র খেলে প্রথম ম্যাচে সেঞ্চুরি ও পরের ম্যাচে ফিফটি করেছেন। কিউইরা তাই রচিনকে বাদ দেওয়ার বিলাসিতা করবে না। সেক্ষেত্রে ডার্লি মিশেল, মার্ক চাপম্যান বাদ পড়তে পারেন। রাচিনের ব্যাটিং পজিশনও নিচে নেমে যেতে পারে।