চেন্নাইয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ মানছেন উইলিয়ামসন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৪৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১০:৪৭
ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে উড়িয়ে দেয় তারা। পরের ম্যাচে ডাচদেরও হারিয়েছে রানার্স আপ নিউজিল্যান্ড। ব্লাকক্যাপসদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, চেন্নাইয়ে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছেন কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসন। জানালেন, চেন্নাইয়ের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ মানছেন ব্লাকক্যাপসরা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ের আগে আলোচনায় আছে চেন্নাইয়ের উইকেট। কারণ এই মাঠ বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে। সর্বশেষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও এই মাঠে স্পিনারদের দাপট দেখা গেছে।
ফিরছেন উইলিয়ামসন, খেলবেন না সাউদি
উইলিয়ামসনের মতে, উপমহাদেশের দল হওয়ার চেন্নাইয়ের উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারে বাংলাদেশ। তা ছাড়া সাকিব, মিরাজ ও মাহেদীর মত স্পিনাররা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
বাংলাদেশকে চ্যালেঞ্জ মেনে উইলিয়ামসন বলেন, 'আমরা জানি, অন্য প্রতিটি ম্যাচের মতই আগামীকালের ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। এটা লম্বা টুর্নামেন্ট, এখানে যে কেউ যে কাউকে হারাতে পারে। এটা জেনেই আমরা এখানে এসেছি এবং এটাই টুর্নামেন্টের উত্তেজনার বিষয়। এছাড়া এখানকার কন্ডিশনও বদলে যায়। আমরা উইকেট দেখেছি, উইকেটে ভিন্নতা আছে। স্পিনাররা এখানে কিছুটা সুবিধা পাবে।'
তবে স্যান্টনার, সোধি ও রাচিনদের নিয়ে বাংলাদেশকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান কিউই অধিনায়ক। উইলিয়ামসন বলেন, 'দুই দলেই ভালো স্পিনার আছেন। যারা কালকের ম্যাচে প্রভাব রাখতে পারে। আমদের অবশ্যই পরিকল্পনায় স্থির থাকতে হবে। রোল অনুযায়ী খেলতে হবে এবং সেরাটা দিতে হবে।'
কন্ডিশনের কারণে বাংলাদেশকে কিছুটা এগিয়েও রাখলেন কিউই অধিনায়ক। তার মতে, উপমহাদেশের দল এই কন্ডিশনের সঙ্গে অনেক বেশি পরিচিত। তাদের (বাংলাদেশ) দলে বেশ ক’জন ম্যাচ উইনার আছেন। বিশ্বকাপে এমন দলই থাকে যারা একে অপরকে হারাতে পারে। প্রত্যেক দলই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে। সেজন্য নিজের গেমটাকে দলের সঙ্গে সমন্বয় করা খুব জরুরি।'
এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরছেন কেইন। প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি পুরোপুরি ফিট না হওয়ায়। তবে বাংলাদেশের বিপক্ষে ফেরার কথা নিজেই জানিয়েছেন তিনি।