ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আঙুলে চিড়, ছিটকে গেলেন উইলিয়ামসন

আঙুলে চিড়, ছিটকে গেলেন উইলিয়ামসন

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ০৯:৪৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ০৯:৫১

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না উইলিয়ামসন। গত মার্চে আইপিএলে পাওয়া হাঁটুর চোটে প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কিউই এই অধিনায়কের। 

চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ফেরার ম্যাচে একটি থ্রোয়ে বল লেগেছিল তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। যে কারণে তখন ব্যাটিং চালিয়ে যেতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। ম্যাচের পর এক্স-রে করে তার আঙুলে চিড় খুঁজে পাওয়া গেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে ৩৩ বছর বয়সী তারকা ব্যাটারকে দল ছেঁটে ফেলা হচ্ছে না। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই থাকবেন তিনি। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, তা নির্দিষ্ট করে বলেনি তারা। আগামী মাসে হতে যাওয়া লিগ পর্বের শেষদিকের ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশায় আছে কিউইরা।

উইলিয়ামসনের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দেশ থেকে উড়িয়ে আনছে কিউইরা। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না। উইলিয়ামসনের চোট গুরুতর হয়ে গেলে ব্লান্ডেলকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হতে পারে। উইলিয়ামসন না খেললে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। প্রথম দু'টি ম্যাচে তিনিই নেতৃত্ব দিয়েছেন। 

উইলিয়ামসনের চোটের ব্যাপারে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, 'আসলে কেনের জন্য আমাদের খারাপ লাগছে। হাঁটুর সেই চোটের পর এত এত পরিশ্রম করার পর এখন এটা ঘটল। তবে আশার কথা হচ্ছে লিগ পর্বের শেষ দিকে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে এখন বিশ্রাম এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হবে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার এবং আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই যেন সে বিশ্বকাপে আমাদের হয়ে খেলতে পারে।'

আরও পড়ুন

×