ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আপসেট হবে কোনটা?

আপসেট হবে কোনটা?

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০

পরশ মামরে শুরুটা করেন বেশ আন্তরিকতা নিয়ে। দল বা ব্যক্তি যে বিষয় নিয়ে বলেন, তাতে খুব প্রশংসা থাকে। এভাবে বলতে বলতে খেই হারান। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল আর অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সেভাবেই বলতে দেখা গেল তাঁকে। ভারতের এ পেস বোলিং কোচের দাবি, বাংলাদেশ বা সাকিবকে নিয়ে কোনো আলোচনা নেই তাদের দলে। তারা মগ্ন খেলা নিয়ে। 

বাংলাদেশ ভারতের বিপক্ষে খুব বেশি ওয়ানডে ম্যাচ জেতেনি। ৪০ ম্যাচ খেলে ৮টি জিতেছে। পরিসংখ্যানের এই দিকটি দুর্বলতা প্রকাশ করে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স অন্য বার্তা দেয়। গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ পর্যন্ত ভারতের বিপক্ষে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। এই তথ্য হয়তো ভারতীয় এক টিভি সাংবাদিকের জানা ছিল না। তিনি তাই মাইক্রোফোন হাতে পেয়ে প্রশ্ন করেন, এই বিশ্বকাপে দুটি অঘটন ঘটেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে নেবেন কিনা? পরশের উত্তর, ‘সত্যি বলতে, বিশ্বকাপে প্রতিটি দল চ্যালেঞ্জ জানাবে। আমাদের দল কাউকেই হালকাভাবে নেয় না। আমরাই একমাত্র দল, ৯টি ভেন্যুতে খেলছি। সেদিক থেকে প্রতিটি ম্যাচ গুরুত্বের সঙ্গে নিতে হবে। ৯টি দল এবং ৯ ভেন্যুর সার্ফেসের চ্যালেঞ্জ থাকবে। তার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ বা নেদারল্যান্ডস যেই হোক না কেন, সমান গুরুত্ব দেওয়া হবে।’ ভারতীয় সাংবাদিকের প্রশ্নের সুর ধরে বাংলাদেশের সাংবাদিকও পাল্টা প্রশ্ন করেন পরশকে, বাংলাদেশ শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে। কাল (আজ) জিতে গেলে আপসেট বলবেন? ভারতের পেস বোলিং কোচ একটু যেন নড়েচড়ে বসলেন। প্রতিপক্ষকে কিছুটা সম্মান দেখাতে চেষ্টা করলেন, ‘দেখেন, সত্যি বলতে এটা একটি ম্যাচ। যেখানে ভালো করতে হলে আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে হবে। তারা কঠিন প্রতিপক্ষ। যেটা বললাম, আমাদের জন্য প্রতিটি গেমই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিপক্ষই গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচ থেকে যেটা অর্জন করতে চাই, তাতে ফোকাস করছি। পরিকল্পনামতো সবকিছু করতে পারলে জিতব। আমরা এ নিয়ে কথা বলছি। এ ছাড়া কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে না। প্রতিপক্ষ নিয়েও না।’

সাকিবকে ভালো ক্রিকেটার হিসেবে সম্মান দেখান পরশ। কিন্তু তাঁর কথার শেষের দিকে ছিল উপেক্ষা। ‘সত্যি বলতে, তাকে নিয়ে দলের ভেতরে কোনো আলোচনা হতে দেখিনি। আমরা জানি, সে ভালো খেলোয়াড়। বাংলাদেশের জন্য ভালো করেছে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। তবে আমাদের জন্য এসবে কিছু যায়-আসে না।’ 

আরও পড়ুন

×