ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেঞ্চুরি করেই থামলেন হেড

সেঞ্চুরি করেই থামলেন হেড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৫:৫০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৫৬

টস হেরে ব্যাটিংয়ে নামতেই যেন অগ্নিমূর্তি ধারণ করে অজি দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে হয় দলীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ওয়ার্নারের বিদায়ে ১৭৫ রানে ভাঙে এই জুটি। টানা তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না ওয়ার্নার। কিউই স্পিনার ফিলিপসে বলে ৮১ রান করে থামলেন অজি ওপেনার।

ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও হেড পান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। বিশ্বকাপের অভিষেকেই ৫৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ৬ ছক্কা ও ১০ চারে নিজের ইনিংসটি সাজান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি হেড।  ফিলিপসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ১০৯ রান করে।

২৮ ওভার শেষে ২ উইকেটে ২১৯ রান অস্ট্রেলিয়ার। ১৩ রানে মার্শ ও ১২ রানে ব্যাট করছেন স্মিথ।

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ নেয়া অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে ফিরেছে জয়ের ধারায়। সবশেষ তিন ম্যাচে চিরচেনা ছন্দে জয় তুলে নেয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নেমেছে একাদশে একটি পরিবর্তন নিয়ে। ক্যামেরন গ্রিনের পরিবর্তে আজ খেলবেন চোট থেকে সুস্থ হয়ে ফেরা ট্রাভিস হেড। অন্যদিকে সেমির দৌড়ে নিউজিল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ফেরানো হয়েছে জেমস নিশামকে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ম্যাট হেনরি, ডেরিয়েল মিচেল, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন।

আরও পড়ুন

×