ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার শ্রীলঙ্কার দলে চামিরা

এবার শ্রীলঙ্কার দলে চামিরা

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ঢুকলেন চামিরা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:৪৮

ইনজুরি ধাক্কার কারণে একের পর এক বদলি ক্রিকেটার নিতে হচ্ছে শ্রীলঙ্কার। শুরুতে ইনজুরিতে ছিটকে গেছেন অধিনায়ক দাশুন শানাকা। তার জায়গায় শ্রীলঙ্কার একাদশে ঢুকেছেন চামিকা করুনারত্নে। এরপর পেসার মাথিশা পাথিরানার ইনজুরিতে অ্যাঞ্জেল ম্যাথুস ঢুকেছেন বিশ্বকাপ দলে। 

এবার দুশমন্ত চামিরাকে মূল দলের সঙ্গে যুক্ত করেছে শ্রীলঙ্কা। ঊরুর ইনজুরি নিয়ে লাহিরু কুমারা দল থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ডানহাতি পেসার দুশমন্ত দলে ঢুকেছেন। 

দুশমন্ত রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে ছিলেন। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম সদস্য হলেও চামিরা ইনজুরির কারণে শুরু থেকে বিশ্বকাপ দলে জায়গা পাননি। 

এশিয়া কাপের আগে লঙ্কান লিগে খেলার সময় ইনজুরিতে পড়েন দুশমন্ত। তিনি ফিরলেও লাহিরুর ইনজুরি শ্রীলঙ্কার জন্য একটা ধাক্কা। কারণ লাহিরু কুমারা ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয় পাওয়া ম্যাচের সেরা ক্রিকেটার ছিলেন।

আরও পড়ুন

×