ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৯:৪৪

হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় ওপেন হার্ট সার্জারির প্রয়োজন পড়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। কিন্তু শারীরিক নানা সমস্যার কারণে ১০ দিনের বেশি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকলেও অপারেশন করা যাচ্ছিল না তাঁর। 

রক্তচাপ, কাশিসহ আরও নানা সমস্যা নিয়ন্ত্রণে আসার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয়েছে সালাউদ্দিনের। 

সকাল ৯টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বিকেল ৪টায়। ছয় ঘণ্টারও বেশি সময় নিয়ে এই অস্ত্রোপচার শেষ হওয়ার পর বর্তমানে আইসিইউতে আছেন কিংবদন্তি এ ফুটবলার। শিগগির সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও তাঁর পরিবারের।

আরও পড়ুন

×