দেখা হলো না পাপন-সালাউদ্দিনের

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের বৈঠক। ছবি: সংগৃহিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ২০:১২
আর্থিক অনটনের কারণে বাংলাদেশ নারী ফুটবল দলকে অলিম্পিকের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরে পাল্টা মন্তব্য করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও।
ওই ঘটনার পর বিসিবি ও বাফুফে সভাপতির সেভাবে মুখোমুখি বসার সুযোগ হয়নি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসে সংকট-সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি।
মঙ্গলবার আট ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী। বুধবার ফুটবল এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসেন তিনি। তবে সেখানে উপস্থিত হতে পারেননি বাফুফে সভাপতি সালাউদ্দিন। কারণ এখনও সুস্থ হননি তিনি।
কাজী সালাউদ্দিন না থাকলেও বাফুফের প্রতিনিধি হয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে ফুটবলের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড এবং পরিকল্পনা মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রীর কাছে স্টেডিয়াম চেয়েছে বাফুফে। এছাড়া বেশ কিছু স্টেডিয়ামের সংস্কার দরকার বলে জানিয়েছে। পাপন জানিয়েছেন, এখন থেকে বাফুফেকে যে বরাদ্দ দেওয়া হবে তার যথাযথ তদারকি হবে। সরকারের নির্দেশনা না মানলে বরাদ্দ বন্ধ থাকবে।