বরিশালে যোগ দিচ্ছেন পাকিস্তানের দুই ক্রিকেটার

পাকিস্তানের তরুণ পেসার আকিফ জাভেদ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১৩:২৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১৩:৪১
ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে এসেছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। তিন ম্যাচের প্রথমটিতে তিনি হার না মানা ১৭ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান। তবে পরের দুই ম্যাচে রান (৫ ও ৭) পাননি।
বিপিএলের ঢাকা পর্ব শেষ করে দুবাইয়ে ছুটি কাটাতে গেছেন মালিক। কথা ছিল সিলেট পর্বে দলের ম্যাচ শুরুর আগে যোগ দেবেন। কিন্তু তিনি আর বিপিএলে ফিরবেন না। মালিক না ফিরলেও পাকিস্তানের দুই ক্রিকেটার যোগ দিচ্ছেন ফরচুন বরিশালে।
তারা হলেন- পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার আহমেদ শেহজাদ ও তরুণ বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ। বিষয়টি ফরচুন বরিশাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ২৩ বছর বয়সী পেসার আকিফ ১৮টি লিস্ট ‘এ’ এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪৩টি টি-২০ খেলেছেন।
তারা দু’জন বিপিএলের সিলেট পর্বে যোগ দেবেন। বরিশাল ২৭ জানুয়ারি সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। বরিশাল ছাড়াও পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নওয়াজ যোগ দিচ্ছেন খুলনা টাইগার্সে। সিলেট পর্বে টেবিল টপার খুলনা পাচ্ছে শ্রীলঙ্কার দাশুন শানাকাকেও।
- বিষয় :
- ফরচুন বরিশাল
- বিপিএল
- শোয়েব মালিক