ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফুটবলে নীল কার্ড, যা বলছে ফিফা 

ফুটবলে নীল কার্ড, যা বলছে ফিফা 

ফুটবলে প্রস্তাবিত নীল কার্ড। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:১২ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৬

ফুটবলে হলুদ ও লাল কার্ডের পাশাপাশি নীল কার্ড চালুর বিষয়টি আলোচনায় আছে। যার নিয়মে বলা আছে- ম্যাচে কেউ নীল কার্ড পেলে তাকে ১০ মিনিট থাকতে হবে মাঠের বাইরে।

শীর্ষ পর্যায়ের ফুটবলে আগামী মৌসুমে ওই নীল কার্ড চালু হবে এমনটা দাবি করেছে একাধিক সংবাদ মাধ্যম। আগামী সপ্তাহে ঘোষণা আসছে বলেও জানানো হয়েছিল। 

তবে নীল কার্ডের পরীক্ষামূলক শুরুর আগেই তা বানচাল করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তারা জানিয়ে দিয়েছে, নীল কার্ড নামের কিছু ফুটবলে এখনই আসছে না। ফিফার বরাতে খবরটি দিয়েছে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 

ফিফা বলেছে, ফিফা পরিষ্কার করে জানাচ্ছে যে, তথাকথিত নীল কার্ড শীর্ষ পর্যায়ের ফুটবলে চালুর খবরটি সত্য নয় এবং এটির পরীক্ষা-নিরীক্ষা এখনও একেবারের অপরিণত পর্যায়ে আছে। শীর্ষ পর্যায়ে এমন নিয়ম চালুর আগে ফিফা নিচের পর্যায়ের ফুটবলে এর কার্যকারিতা যাচাই করে দেখবে।

তবে এও জানা গেছে, নীল কার্ড চালু করা যায় কিনা এই বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ফিফা আগামী মাসের বার্ষিক সাধারণ সভায় আলোচনা করবে। ইউরোপিয়ান ফুটবলের (উয়েফা) প্রধান আলেক্সজান্ডার সেফেরিন ইতোমধ্যে নীল কার্ড চালুর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, এটা করলে ফুটবল আর ফুটবল থাকবে না। 

আরও পড়ুন

×