ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার ইনজুরিতে শ্রেয়াস আইয়ার 

এবার ইনজুরিতে শ্রেয়াস আইয়ার 

শ্রেয়াস আইয়ার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৩৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৩৯

পারিবারিক কারণে হায়দরাবাদ ও বিশাখাপত্তনম টেস্টে খেলতে পারেননি বিরাট কোহলি। রাজকোট ও রানচি টেস্টেও খেলবেন না তিনি। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছেন। তৃতীয় টেস্টে তাদের ফেরার সম্ভাবনা প্রবল। তবে তা নিশ্চিত নয় এখনও। 

ওদিকে রাজকোট টেস্টে বিশ্রামে থাকতে পারেন জাসপ্রিত বুমরাহ। এর মধ্যে আবার ইনজুরিতে পড়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিতম্বের পুরনো ব্যথায় ভুগছেন তিনি। ডানহাতি এই ব্যাটার তৃতীয় টেস্টে খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। 

সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে চিঠি দিয়ে ক্রিকেট বোর্ডকে আইয়ারের ইনজুরির বিষয়ে জানানো হয়েছে। রাজকোট টেস্টে তার খেলা না খেলার বিষয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট বৈঠকে বসবে। 

আইয়ার গত বছরের আইপিএলের আগে বড় ইনজুরিতে পড়েন। পুরো আইপিএল মৌসুম মিস করেন তিনি। বিশ্বকাপের আগে আগে ইনজুরি কাটিয়ে দলে ফেরেন। বিশ্বকাপে বেশ ভালো খেলেছেন তিনি। কিন্তু পুরনো ইনজুরির থেকে পুরোপুরি রেহাই মেলেনি তার।

আরও পড়ুন

×