ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুই দুঃসংবাদ ও সুসংবাদ দিয়ে দল ঘোষণা ভারতের

দুই দুঃসংবাদ ও সুসংবাদ দিয়ে দল ঘোষণা ভারতের

বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪০

পারিবারিক কারণে শুরুতে প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর তার ছুটি দ্বিতীয় টেস্টে গড়ায়। কোহলি এখন ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজই মিস করছেন। পরের তিন টেস্টের জন্য ঘোষিত ভারতের দলে নেই ডানহাতি এই ব্যাটার। 

তার সঙ্গে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারও। কোমরের নিচের অংশের ইনজুরিতে ভুগছেন তিনি। তৃতীয় টেস্ট খেলার জন্য ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি তাকে ছাড়পত্র দেয়নি। পরে পুরো সিরিজ থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। 

কোহলি-আইয়ার না থাকার মধ্যে সুখবর হলো ইনজুরি কাটিয়ে ভারতের শেষ তিন টেস্টের দলে ঢুকেছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। দুই ব্যাটার দল থেকে বাদ পড়লেও ভারতের টিম ম্যানেজমেন্ট শেষ তিন টেস্টের দলে ডেকেছে বেঙ্গল পেসার আকাশ দ্বীপকে। 

ভারতের শেষ তিন টেস্টের একাদশ: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, জশস্বী জয়সাওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, রবিশচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দ্বীপ।

আরও পড়ুন

×