ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

৫৮ বছর আগে ‘ট্রাফিক লাইট’ থেকে কার্ডের ভাবনা

৫৮ বছর আগে ‘ট্রাফিক লাইট’ থেকে কার্ডের ভাবনা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৪৯

১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা খেলে ইংল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচে জয় পায় ইংলিশরা। এর পর বিভিন্ন গণমাধ্যমে রেফারির সিদ্ধান্ত নিয়ে ফলাও করে প্রতিবেদন ছাপানো হয়। মূলত আর্জেন্টিনার খেলোয়াড় র‍্যাটিনকে মাঠছাড়া করেন ম্যাচের রেফারি রুডলফ। 

ম্যাচের পর যা নিয়ে তীব্র সমালোচনা হয়। বিষয়টি ফিফার রেফারি কমিটির কানে যায়। এর পর থেকে মৌখিকভাবে কথা বলে খেলোয়াড়দের মাঠছাড়া করার নিয়ম বাতিলের মুখে পড়ে। আর ১৯৭০-এর দিকে আসে কার্ড দিয়ে শাস্তির বিধান।

ফুটবলের কার্ড পদ্ধতির প্রবর্তক বলা হয় কেন অ্যাস্টনকে। ১৯৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্ক আমলে নিয়ে দ্রুততার সঙ্গে নতুন পদ্ধতি চালু করেছিলেন এই অ্যাস্টন। মূলত সে সময় ফিফা রেফারি কমিটির প্রধান ছিলেন তিনি। 

কর্মজীবনের শুরুতে শিক্ষকতা, এর পর সেনাবাহিনীতে থাকা অ্যাস্টন মূলত ট্রাফিক লাইটের সিগন্যাল থেকে ধারণা নিয়েই ফুটবলে কার্ড সিস্টেম চালু করেছিলেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই পদ্ধতির আরও সংযোজন-বিয়োজন করা হয়।

একটা সময় ছিল, যখন ফুটবলে নিয়ম ছিল হাতেগোনা। কিন্তু ২০২৪ সালে এসে সেই নিয়ম হয়েছে ডজনখানেক। দিনকে দিন আরও নিয়ম আসছে। আবার পুরোনো কিছু নিয়ম নতুন করে প্রয়োগ হচ্ছে। 

ফুটবলে এই কার্ড দেখানোর পদ্ধতিটা প্রথম চালু হয়েছিল মেক্সিকোতে ১৯৭০ বিশ্বকাপে। তবে প্রয়োগটা প্রথম করা হয় ১৯৭৪ বিশ্বকাপে। সেবার ওয়েস্ট জার্মানির বিপক্ষে খেলা চিলির খেলোয়াড় কার্লোস প্রথম লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। আর সেই কার্ডটি দেখিয়েছিলেন তুরস্কের রেফারি ডোগান।

আরও পড়ুন

×