ক্যান্সারজয়ী হলারের গোলে আফ্রিকার সেরা আইভরিকোস্ট

ট্রফি হাতে আইভরিকোস্টের উদ্যাপন। ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০৩
মরণব্যাধি ক্যান্সারকে গত বছর হার মানিয়েছেন সেবাস্টিয়ান হলার। মৃত্যুর দুয়ার থেকে ফেরা হলারের গোলেই এবার আফ্রিকান শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে আইভরিকোস্ট। ফাইনাল মঞ্চের শেষদিকে তার করা গোলেই নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা জিতেছে স্বাগতিক আইভরি কোস্ট।
প্রতিযোগিতায় এটি তাদের তৃতীয় শিরোপা। ১৯৯২ সালে প্রথম এই শিরোপা জয়ের পর ২০১৫ সালে দ্বিতীয়টির স্বাদ পেয়েছিল আইভরিকোস্ট। ৯ বছর পর মুকুট ফিরে পেল তারা।
ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছে আইভরি কোস্ট। তবে প্রথমার্ধে এগিয়ে যায় নাইজেরিয়া। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে ঈগলসদের এগিয়ে দেন উইলিয়াম ট্রুস্ট-ইকং।
বিরতির পরও দাপট ধরে রাখে আইভরিকোস্ট। নাইজেরিয়াকে কোনো সুযোগ না দিয়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে পড়ে তারা। একাধিকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও ৬২ মিনিটে ঠিকই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় তারা। কর্নার থেকে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান সাবেক বার্সেলোনার ফুটবলার ফ্রাঙ্ক কেসি। সমতা ফেরানো গোলের পর দারুণভাবে জেগে ওঠে আইভরিকোস্টের সমর্থকেরা।
নাইজেরিয়ার চুপসে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৮১ মিনিটে লিড নেয় আইভরিকোস্ট। দুর্দান্ত এক গোল করেন ক্যান্সারজয়ী স্ট্রাইকার সেবাস্টিয়ান হলার। বাকি সময়ে আর কোন গোল হয়নি। ফলে ম্যাচে আর সমতায় ফিরতে পারেনি নাইজেরিয়া।
- বিষয় :
- আফ্রিকান কাপ অব নেশন্স
- নাইজেরিয়া