বিশ্বকাপ বাছাই
ফিলিস্তিন ম্যাচে মোরসালিনকে নিয়ে শঙ্কা!

শেখ মোরসালিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:০০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:০২
গত বছরের নভেম্বরে লেবাননের বিপক্ষে ঐতিহাসিক গোল করেই গ্যালারিতে গিয়ে উদযাপন করেছিলেন শেখ মোরসালিন। তাঁর ওই গোলেই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই মোরসালিনের মার্চের ফিফা উইন্ডোতে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চার-পাঁচ দিনের মধ্যে সৌদি আরবে ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
সেই স্কোয়াডে বসুন্ধরা কিংসের এ ফরোয়ার্ডের থাকার সম্ভাবনা যে ক্ষীণ, তা গতকাল হ্যাভিয়ের ক্যাবরেরার কথাতেই ইঙ্গিত পাওয়া গেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে সে ইনজুরিতে। আমাদের দলে কোনো স্পেশাল খেলোয়াড় নেই। কেউ না থাকলে অন্য কেউ আসবে এবং পারফর্ম করবে।’
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’দলের প্রথম লেগের ম্যাচটি হবে কাতারে, দ্বিতীয়টি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই দুটি ম্যাচকে সামনে রেখে ২ মার্চ সৌদি আরবে গিয়ে প্রস্তুতি ক্যাম্প করার কথা লাল-সবুজের দলটির। তার আগে মোরসালিনের চোট সমস্যায় চিন্তিত ক্যাবরেরা। পায়ের চোটে ভুগছেন গত সাফে দুই গোল করা মোরসালিন। গত ডিসেম্বরে ফেডারেশন কাপে ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতায় চোট পেয়েছিলেন এ ফরোয়ার্ড। চোটের কারণে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারছেন না তিনি।
ঘরোয়া প্রতিযোগিতা দেখা স্প্যানিশ কোচ ক্যাবরেরাও ফিলিস্তিনের বিপক্ষে মোরসালিনকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, ‘মোরসালিন এই উইন্ডো মিস করতে পারে, তবে এটা অন্যদের জন্য একটা সুযোগ। আমাদের দলে বিশেষ কোনো খেলোয়াড় নেই, সম্মিলিত শক্তিতে বলীয়ান আমরা। আমি নিশ্চিত, নতুন কেউ আসবে এবং পারফর্ম করবে। মোরসালিন সৌদি যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত না। তবে আমার মনে হয়, তার যাওয়াটা কঠিন।’
ফিলিস্তিন বরাবরের মতোই শক্তিশালী। সর্বশেষ এশিয়ান কাপে নকআউট পর্বে ওঠে ইতিহাস গড়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির ফুটবলাররা। শেষ ষোলোতে তো কাতারের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরেছিল তারা। এই টুর্নামেন্টে ফিলিস্তিনের শক্তি-দুর্বলতাগুলো নোট করেছেন ক্যাবরেরা।
তাই তাদের বিপক্ষে লড়াইয়ের আশা বাংলাদেশের এ কোচের, ‘আমরা ফিলিস্তিনের মান ও তাদের শক্তি কতটা, সে সম্পর্কে ভালোভাবে জানি। কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের। আমরা যদি নিজেদের সেরা পর্যায়ে থাকি, তাহলে আমরা তাদের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি।’
সৌদিতে ক্যাম্প করার ফাঁকে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও আছে বলে জানান এ স্প্যানিয়ার্ড, ‘কিছু দলও সৌদি আরবে ট্রেনিং করছে, আমরা কয়েকটা দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। দেখা যাক, তাদের সঙ্গে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলা যায় কিনা। কমপক্ষে আমরা দুটো ম্যাচ খেলতে চাই। এগুলো অফিসিয়াল নয়, প্রস্তুতি ম্যাচ হবে। যদি জাতীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব না হয়, তাহলে স্থানীয় দলগুলোর সঙ্গে খেলব।’
- বিষয় :
- বাফুফে
- শেখ মোরসালিন