ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ম্যারাডোনা ডার্বিতে বার্সাকে আটকাল নাপোলি

ম্যারাডোনা ডার্বিতে বার্সাকে আটকাল নাপোলি

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৮

ডিয়াগো ম্যারাডোনার দুই সাবেক ক্লাব বার্সেলোনা ও নাপোলি মুখোমুখি হয়েছিল তারই নামের স্টেডিয়ামে। নেপলসের ম্যাচটি ছিল তাই ‘ম্যারাডোনা ডার্বি’। তবে দুই ক্লাবের কেউই জেতেনি। এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারল না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে নাপোলি-বার্সেলোনা। রবার্ট লেভান্ডোভস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। একের পর এক আক্রমণ করলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না কাতালানরা। প্রথম ২২ মিনিটে গোলের জন্য ছয়টি শট নেয় বার্সেলোনা, এর তিনটি ছিল লক্ষ্যে। তবে, দারুণ দক্ষতার সঙ্গে সব শটই ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক আলেক্স মেরেত। প্রথমার্ধে রক্ষণেও বেশ উজ্জ্বল ছিল বার্সেলোনা। পুরো ৪৫ মিনিটে একটিও শট নিতে পারেনি নাপোলি। ২০১৬ সালের গ্লাডবাখ ম্যাচের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে শট-শূন্য রাখতে পেরেছে কাতালান ক্লাবটি।

ম্যাচে বার্সেলোনা এগিয়ে যায় ৬০ মিনিটে। পেদ্রির কাছ থেকে পাওয়া বল নিচু শটে জালে জড়ান লেভান্ডোভস্কি। এই গোলের মাধ্যমে ৩৫ বছর ১৮৪ দিন বয়সী লেভা লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোল এখন লেভার (মেসির ছিল ৩৩ বছর ২৫৯ দিন)।

এরপর ৭৫ ‍মিনিটে ওসিমেন গোল করে সফরকারীদের জয়ের পথ আটকে দেন। আন্দ্রে টের স্টেগানকে ভুল দিকে পরিচালিত করে সহজেই বল জালে জড়ান এই নাইজেরিয়ান। শেষ দিকে গুনদোয়ান গোলের সম্ভাবনা তৈরি করলেও গোল পাননি।

ম্যাচটিতে গোল না পেলেও মাঠে নেমেই রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ১৬ বছর ২২৩ দিন বয়সী ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নকআউটে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

আরও পড়ুন

×