ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগ-২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ-২০২৪

রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ড রূপকথা

মাত্র কয়েক ঘণ্টা পরই ঐতিহাসিক ওয়েম্বলিতে ফাইনাল খেলতে নামবেন, কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জ্যাডন সানচোর এখনও বিশ্বাস হচ্ছে না বিষয়টি। অবিশ্বাস্য লাগারই কথা, দুঃসময়ের পাহাড় ডিঙিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসাটাই তো ডর্টমুন্ডের জন্য রূপকথা। কল্পকাহিনি মনে হওয়া সেই গল্পের শেষ অঙ্কে তারকাখচিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে অগ্নিপরীক্ষায় জার্মান ক্লাবটি। স্প্যানিশ জায়ান্টরা আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপার লক্ষ্যে। ডর্টমুন্ড একটি মাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৭ সালে রূপকথার মতো চমক দিয়ে। এবারও তেমন কিছুই প্রত্যাশা করছেন জার্মান ক্লাবটির সমর্থকরা।

আপডেটঃ ০১ জুন ২০২৪ | ১৩:২২
রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ড রূপকথা

সর্বশেষ