চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
‘সাহসী’ ডর্টমুন্ড বনাম ‘উদ্বিগ্ন’ রিয়াল, যেমন হবে একাদশ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল ও ডর্টমুন্ড। ছবি: সংগৃহিত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২০:০৮
চ্যাম্পিয়ন্স লিগের ২০২১ আসরের ফাইনাল খেলেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পরের আসরে ছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। গত আসরের ফাইনাল খেলেছে ম্যানসিটি ও ইন্টার মিলান। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। অথচ নেই কোন ইংলিশ ক্লাব।
তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সেরা দল রিয়াল মাদ্রিদ আছে ফাইনালে। ম্যাচটি তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার রাত ১টার ম্যাচে পরিষ্কর ফেবারিট ১৪বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ড সেটা মেনেও নিয়েছে। তবে বার্তা দিয়ে রেখেছে- সাহসী ফুটবল খেলবে তারা।
জার্মান ক্লাবটির কোচ এডিন তার্জিক বলেছেন, ‘রিয়াল ফেবারিট, কিন্তু তা নিয়ে আমরা ভাবছি না। আমরা অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি’র বিপক্ষেও ফেবারিট ছিলাম না। সাহসী হলে আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’
ডর্টমুন্ডের সাহসী ফুটবলে উদ্বিগ্ন না হলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ম্যাচটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এটা নিয়ে চিন্তিত না হয়ে উপায় নেই, ‘এটা দুধারি তলোয়ারের মতো। যত সম্ভব উপভোগ করতে হবে, আবার ভুল যেন না হয়, সেজন্য সচেতনও থাকতে হবে। আপনাকে কিছুটা ভাগ্যবান হতে হবে, ভালো খেলতে হবে আবার রক্ষাকবচ সরালে চলবে না। ফাইনাল মানে আপনি শিরোপার খুব কাছে, উদ্বিগ্ন আপনাকে হতেই হবে।’
শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুই দলই ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ সদস্য হারাচ্ছে। রিয়ালের গোলবারে আন্দ্রে লুনিন না থাকলেও থিবো কুর্তোয়া আছে। আবার ইনজুরিতে পড়া অরেলিন চুঁয়ামেনির অভাবও পূরণ সম্ভব। তবে ইনজুরি মানে কোচের অপশন কমে যাওয়া। ডর্টমুন্ড একইভাবে স্ট্রাইকার সেবাস্তিয়ান হলারকে পাচ্ছে না। রামি বেনসেবাইনি, জুলিয়ান জুরানভিলে ইনজুরিতে অনিশ্চিত। টনি ক্রুসের এটি ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ। মার্কো রিউস শেষবার নামছেন ডর্টমুন্ডের জার্সিতে।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য শুরুর একাদশ: থিবো কুর্তোয়া, দানি কারভাহাল, অ্যান্তোনিও রুডিগার, ন্যাচো ফার্নান্দেজ, ফারল্যান্ড মেন্ডি, এডওয়ার্ড কামাভিঙ্গা, টনি ক্রুস, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়াস জুনিয়র।
বরুশিয়া ডর্টমুন্ডের সম্ভাব্য একাদশ: গ্রেগর কোবেল, জুলিয়ান রায়ারসন, ম্যাট হামেলস, নিকো শ্লোটারবেক, ইয়ান ম্যাটসেন, এমরি ক্যান, মার্সেল সাবিতেজ, জাদন সানচো, জুলিয়ান ব্রানডিট, করিম আদিয়ামি, নিকলাস ফুলবার্গ।