বার্নাব্যু বলেই আত্মবিশ্বাসী রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লড়াইয়ে রিয়াল-বায়ার্ন মুখোমুখি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৬:১৭ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৬:২৪
প্রতিযোগিতার নামটা যখন চ্যাম্পিয়ন্স লিগ, তখন রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখতেই হবে! অন্তত ইতিহাস-ঐতিহ্য কিংবা এখানে তাদের চমক-ঝলক কিছুতেই ফুটবলবিশ্ব ভুলতে পারবে না। যুগে যুগে তারা অন্যান্য অঙ্গনে মলিন হলেও উয়েফার মঞ্চে তাদের দাপট সবাই উপভোগ করেছে। এবারও সেই পথে রিয়াল।
ফাইনাল থেকে আর একটা ম্যাচ দূরে। আজ হয়তো সেই মধুর লগ্নের দেখাও পেয়ে যেতে পারে। কারণ ম্যাচটা তাদেরই ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। যেখানে যে কোনো প্রতিযোগিতায় রাজা রিয়াল। তাদের মাথা থেকে জয়ের মুকুট কারও নিতে হলে রীতিমতো যুদ্ধ করতে হয়। হোক না প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যানও সেই কথা বলছে। এখন পর্যন্ত এই বার্নাব্যুতে শেষ সাত ম্যাচের কোনোটিতে রিয়ালের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারেনি বাভারিয়ানরা। আজ কি সেই ধাঁধা মেলাতে পারবেন টমাস টুখেলের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজেদের শেষ আট ম্যাচের একটিও হারেনি রিয়াল মাদ্রিদ। তার চেয়ে বড় কথা হলো ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও বাভারিয়ানরা পারেনি রিয়ালকে ডোবাতে। যেখানে শেষ সাত ম্যাচের ছয়টিতে জয় পায় রিয়াল, অন্য ম্যাচটি হয় ড্র।
হেড টু হেড
ম্যাচ ২৭
রিয়াল ১২
বায়ার্ন ১১
ড্র ৪
যদি বলি কাজটা হবে মহাকঠিন। হ্যাঁ, এটা ঠিক আগের রিয়াল এখন নেই। অনেক বড় তারকা নাম লিখিয়েছেন নতুন ঠিকানায়। তাদের ছাড়া এই রিয়ালের অনেকটা জটিল সমীকরণ ও পথ ডিঙিয়ে আসতে হয়েছে। এতদিনে আবার রিয়াল হয়ে উঠেছে আগের রিয়াল। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে কোচ জগতের ডন কার্লো আনচেলত্তি তৈরি করেছেন তাঁর স্বপ্নের এক দল। যে দলটি এরই মধ্যে ২০২৩-২৪ মৌসুমের লা লিগার শিরোপা জিতে নিয়েছে। যদিও সেটা তাদের কাছে নিছকই চ্যাম্পিয়ন হওয়ার মতো। বাড়তি কোনো উৎসব নেই।
কারণ তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন। তাদের শোকেসে ১৩০ ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপাতত দলটির ভাবনা। সেমির প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র করেছে। এখন কেবল একটা গোল করে লিড ধরে রাখতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত। কোচ আনচেলত্তিও সেটাই ভাবছেন। এখন যা অবস্থা, তাতে নিজেদের এগিয়ে রেখেছেন ইতালিয়ান বস। শুধু সুন্দর একটা সমাপ্তি চান তিনি, ‘আমরা দারুণ অবস্থানে আছি। এখন কেবল দ্বিতীয় লেগে নিজেদের স্বাভাবিক পারফর্মটা দরকার। বিশ্বাস করি, ওয়েম্বলিতে যেতে সেটা সবাই মন দিয়েই করবে।’
ছক্কার অপেক্ষায় আনচেলত্তি: একমাত্র কোচ হিসেবে এরই মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ডাগআউটে ছিলেন কার্লো আনচেলত্তি। এবার তাঁর নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
প্রতিপক্ষ বায়ার্ন হওয়ায় কথাগুলো সহজে বললেও কাজটা যে সহজ হবে না। গত কয়েক মৌসুমে এমনিতেই জার্মানির ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগে ভালো প্রভাব বিস্তার করছে। যেহেতু দু’দলই একই জায়গায় দাঁড়িয়ে, তাই যে কোনো কিছু হতে পারে। সেটা রিয়ালের পক্ষে আবার তাদের বিপক্ষেও যেতে পারে। বায়ার্ন কোচ টুখেলের কণ্ঠেও তেমন সুর, ‘অবস্থা তো পুরোই পরিষ্কার। একটা জয় পেলে সোজা ওয়েম্বলিতে যাওয়া হবে। আমার মনে হয় সম্ভাবনাটা ফিফটি ফিফটি। দেখা যাক কী হয়।’
বিগ ম্যাচ, তার আগে দু’দলই পুরোপুরি প্রস্তুত। তেমন একটা চোটের দাগ নেই। নেই কোনো নিষেধাজ্ঞার খড়্গ। সে ক্ষেত্রে নিজেদের নিয়মিত মুখদের নিয়েই একাদশ সাজাতে পারবেন রিয়াল ও বায়ার্ন কোচ।