ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা-তথ্য: রিয়াল ১৮-০ বায়ার্ন 

চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা-তথ্য: রিয়াল ১৮-০ বায়ার্ন 

গোলের সুযোগ মিস করে হ্যারি কেইনের হতাশা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ১০:৫৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন সুপার সাব হোসেলু। রদ্রিগোর পাশে নাম তুলেছেন তিনি। এছাড়া কার্লো আনচেলত্তি, বায়ার্ন, রিয়ালের আরও কিছু ছোট-বড় রেকর্ড হয়েছে। 

বায়ার্ন-০: হুলিয়ান নাগেলসম্যানকে সরিয়ে টমাস টুখেলকে চলতি মৌসুমের শুরুতে দায়িত্ব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। তার অধীনে বাভারিয়ানরা ট্রফি শূন্য মৌসুম কাটাচ্ছে। সর্বশেষ বায়ার্নের শিরোপা শূন্য মৌসুম ছিল ২০০৮-০৯। 

আলফনসো ডেভিস-১: রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি করা গোলটি করেছিলেন আলফনসো ডেভিস। তিনি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে গোল করা প্রথম কানাডিয়ান ফুটবলার। 

হোসেলু- ২, ৫ ও ১৬২: বদলি নেমে হোসেলু জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছেন। এর আগে ২০২১-২২ মৌসুমে রদ্রিগো এমনটা করিছিলেন। ১৬২ সেকেন্ডের মধ্যে দুই গোল করেছেন তিনি। এছাড়া হোসেলু বদলি নেমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ গোল করেছেন। তার ওপরে লা লিগার কেবল একজন আছে। 

রিয়াল মাদ্রিদ- ৭, ৯ ও ১৮: চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে নক আউট পর্বে বায়ার্ন মিউনিখকে ৭ বার বিদায় করেছে রিয়াল মাদ্রিদ। একক কোন ক্লাবের কাছে বিদায় হওয়ার যা রেকর্ড। এছাড়া নকআউটে জার্মান ক্লাবকে ৯বার বিদায় করেছে রিয়াল। হেরেছে অবশ্য একবার। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০১৩ সালে। 
রিয়াল মাদ্রিদের এটি চ্যাম্পিয়ন্স লিগের ১৮তম ফাইনাল। ১৫তম শিরোপার লড়াইয়ে নামবে তারা। 

আনচেলত্তি- ১০: চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১০বার মুখোমুখি হয়ে কার্লো আনচেলত্তি অপরাজিত আছেন। তাকে হারাতে পারেনি পূর্বের কোন বায়ার্ন কোচ। 

আরও পড়ুন

×