ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে জামাল!

আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে জামাল!

জামাল ভূঁইয়া

সাখাওয়াত হোসেন জয়

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:২৩

তিনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সরব। কখনও আর্জেন্টাইন কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ছবির সামনে দাঁড়িয়ে নিজেকে ফুটিয়ে তুলছেন, কখনও বা সাইফ স্পোর্টিং ক্লাবে খেলার সেই বিশেষ মুহূর্তের চিত্রগুলো পোস্ট করছেন। গত বছর আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে যোগ দেওয়ার পর জামাল ভূঁইয়াকে নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশের ফুটবলে, ছয় মাসের মধ্যে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে। 

সোল দা মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব, যেখানে অপেশাদার ফুটবলারের ছড়াছড়ি। শুরুতে জামালের ম্যাচ নিয়ে যে উত্তেজনা দেখা গিয়েছিল, তা এখন আর নেই। থাকবেই বা কী করে, খেলার মধ্যেই তো নেই ডেনমার্কপ্রবাসী এ ফুটবলার। গত কয়েক মাসে খেলার চেয়ে বিজ্ঞাপনের কাজেই বেশি দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে।

গত চার মাস ধরে কোনো ম্যাচ খেলেননি জামাল ভূঁইয়া। ২০২৩ সালের ২১ নভেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে তিনি। আবেগের বশবর্তী হয়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়া ডেনমার্কপ্রবাসী এ ফুটবলার দেশের ফুটবল থেকে অনেক দূরে সরে গেছেন। ক্লাব এবং সেখানকার লিগের মান নিচু হওয়ায় জামাল বুঝতে পেরেছেন ভুল করেছেন। তাই তো সোল দা মায়োর সঙ্গে চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশের ফুটবলে ফিরতে চান বলে জানিয়েছে জামালের ঘনিষ্ঠ একটি সূত্র। এ বছরের আগস্ট পর্যন্ত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটির সঙ্গে চুক্তি তাঁর। বাস্তবতা উপলব্ধি করে তাঁর আগেই আর্জেন্টিনার পাট চুকিয়ে দিতে চান এ মিডফিল্ডার। 

ইতোমধ্যে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে কথাবার্তাও চলছে তাঁর। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবটির একটি সূত্র জানিয়েছে, জামাল নিজেই নাকি আবাহনীতে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আবাহনীর ঊর্ধ্বতন কর্তারা বিষয়টি নিয়ে ভাবছেন। সবচেয়ে বেশি ভাবনা হলো জামালের ফর্ম এবং ফিটনেস লেভেল। এর সঙ্গে গত মৌসুমে চুক্তি নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তাদের সঙ্গে বিবাদ। তারপরেও সবকিছু ঠিক থাকলে এবং দুই পক্ষ যদি মতৈক্যে পৌঁছেন, তাহলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবাহনীর জার্সিতে দেখা যেতে পারে জামালকে।

বর্তমানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে বিরতি চলছে। জামালের ক্লাব সোল দা মায়োর খেলা মার্চের আগে নেই। গত মৌসুমে এ ক্লাবটির জার্সি গায়ে মোট ছয়টি ম্যাচ খেলেছিলেন জামাল। এরমধ্যে লিগে চার ম্যাচের মধ্যে যে দুটিতে গোল করেছিলেন বাংলাদেশ অধিনায়ক, সেগুলোতেই জিতেছিল তাঁর ক্লাব। 

দীর্ঘদিন খেলার বাইরে থাকা ৩৩ বছর বয়সী এ ফুটবলার ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলার জন্য ২৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে লাল সবুজের দলটি। ১২০ দিনের মতো কোনো ম্যাচ না খেলে জাতীয় দলে জামালের ফেরাটা নিয়ে উঠেছে প্রশ্ন। 

এই প্রসঙ্গে জানতে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও, সাড়া মেলেনি। অবশ্য গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে পুরো নব্বই মিনিট কখনোই খেলতে পারেননি জামাল। ৬০ থেকে ৭০ মিনিট পর্যন্ত দম থাকা জামালকে বাকি সময়ের জন্য বদলি করিয়েছিলেন কোচ। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচেও হয়তো জামালকে নিয়ে এ পরিকল্পনা করছেন ক্যাবরেরা। তবে চার মাস খেলার বাইরে থাকা জামালকে একাদশে রাখলে যে সমালোচনা সইতে হবে বাংলাদেশ কোচকে তা সহজেই অনুমেয়।

আরও পড়ুন

×