ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রিয়ালকে জেতালেন মডরিচ

রিয়ালকে জেতালেন মডরিচ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:২৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০৫

লুকা মডরিচের একমাত্র গোলে সেভিয়াকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। লা লিগায় এ জয়ে টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে তারা।

নির্ধারিত সময় শেষের ৯ মিনিট বাকি থাকতে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি নামা মডরিচ। বক্সের বাইরে আলগা বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে জোরাল শট নেন মদ্রিচ, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। 

বাকি সময়ে ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আরও পড়ুন

×