টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল, একাদশে মিলার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:১৬
মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে প্লে-অফের জমজমাট লড়াই। টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এর আগে দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এই ম্যাচে হারলেই বিদায় আর জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্যে হেসেছে তামিম। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তাই আগে ব্যাট করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। প্লে অফের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসা ডেভিড মিলার বরিশালের সেরা একাদশে। তাকে জায়গা দিতে বাদ গেলেন আহমেদ শেহজাদ। আকিফ জাভেদের জায়গায় খেলছেন ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার।
লিগ পর্বের দুই দেখাতেই বরিশালকে হারিয়েছে শুভাগত হোমের দল। প্লে-অফেও হারিয়ে ফাইনালের পথে এক পা দিতে চায় বন্দরনগরীর দলটি। অন্যদিকে শক্তিশালী দল নিয়ে চট্টগ্রামকে হারাতে মরিয়া বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।