ম্যানচেস্টার ডার্বির গল্প ফোডেনময়

জোড়া গোল করে ম্যানচেস্টার ডার্বির নায়ক ফোডেন। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ০০:২৩
ম্যানচেস্টার সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বি। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এই ডার্বি জয়ের আশায় ছক সম্ভবত কষেনি। তবে ম্যাচের ৮ মিনিটে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো গোল পেয়ে গিয়েছিল ম্যানইউ।
গোলরক্ষক ওনানার নেওয়া জোরের ওপর শট প্রতিপক্ষের বক্সে পেয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। বক্সের বেশ বাইরে মাঝ বরাবর থাকা মার্কোস রাশফোর্ডকে পাস দেন তিনি। দূর থেকে দুর্দান্ত শটে গোল করে রেড ডেলিভসদের লিড এনে দেন ইংলিশ স্ট্রাইকার। ওই গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করে এরিক টেন হাগের দল।
প্রথমার্ধের বাকিটা সময় ম্যানসিটিকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর আটকাতে পারেননি রাফায়েল ভারানে, হ্যারি মাগুইয়েরা ও কাসেমিরোরা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দুই গোল করেন ফিল ফোডেন। ম্যানচেস্টার ডার্বির গল্পে নায়ক বনে যান। শেষ সময়ে গোল পান আর্লিং হালান্ডও। তাদের দাপটে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
ম্যাচের ৫৬ মিনিটে ম্যানসিটির হয়ে সমতাসূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। বক্সের বাহির থেকে তার বাঁ পায়ের শটে করা গোল চোখে লেগে থাকার মতো। ৮০ মিনিটে দলকে ২-১ গোলের লিডে তুলে নেন তিনি। তার ওই গোলের কারিগর হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে রদ্রির বল ধরে গোল শেষ গোলটি করেন হালান্ড। এই জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি।