ফিরছেন মাইক টাইসন

সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১৬:৪৫ | আপডেট: ০৮ মার্চ ২০২৪ | ১৬:৪৬
একসময়কার কিংবদন্তী হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন আবারও ফিরছেন বক্সিং রিং মাতাতে। ইউটিউবার জেক পলের সঙ্গে এক ম্যাচ খেলবেন তিনি। ২০ জুলাই অনুষ্ঠিতব্য এই ম্যাচটি লাইভে দেখাবে নেটফ্লিক্স। খবর- দ্যা গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়াম এই ম্যাচ হওয়ার কথা। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৮০ হাজার।
এই ম্যাচে ৫৭ বছর বয়সী টাইসনের মুখোমুখি হবেন ২৭ বছর বয়সী পল। এ ধরনের ম্যাচ পলের জন্য নতুন কিছু নয়। গত বছর বক্সার টমি ফিউরির সঙ্গে এক ম্যাচে হেরে গিয়েও ৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন তিনি। জুলাইয়ের এই ম্যাচ থেকে টাইসন এবং পল দুজনেই বেশ ভালো অঙ্ক আয় করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইউটিউবার হিসেবে শুরু করলেও মাঝারি মানের বক্সার হয়ে উঠেছেন পল। এমনকি টাইসনের কাছেও তার প্রশংসা শোনা গেছে।
ক্যারিয়ারের তুঙ্গে টাইসন ছিলে সর্বকালের সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন। এর আগে সর্বশেষ ২০২০ সালে এক এক্সিবিশন ম্যাচে বক্সিং করেন তিনি। তার শেষ পেশাদার ম্যাচ ছিল ২০০৫ সালে। ওই ম্যাচে আইরিশ বক্সার কেভিন ম্যাকব্রাইডের কাছে হারেন তিনি।
- বিষয় :
- ইউটিউবার
- নেটফ্লিক্স