অ্যান্ডারসনের এই রেকর্ড ভাঙতে পারবে কেউ?

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১২:২৯
এ যেন হিমালয়ের পাশে হিমালয়ে চড়া! পেস বোলারের জন্য ৭০০ টেস্ট উইকেট তো সর্বোচ্চ চূড়ায় আরোহণের মতোই বিষয়। সেই অনন্য সাধারণ অর্জনের সাক্ষী হয়ে রইল ধর্মশালা। হিমালয়ের কোলঘেঁষা এই স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসের প্রথম পেস বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ এ পেসারের সামনে এখন আছেন শুধু দুই কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)।
ধর্মশালায় ইংল্যান্ড হারছে, সেটা দ্বিতীয় দিন শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। গতকাল চা-বিরতির আগেই ইনিংস ও ৬৪ রানের জয়ের আনুষ্ঠানিকতা সারে ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। তবে ফলাফলের চেয়ে অনেকের আগ্রহ বেশি ছিল অ্যান্ডারসনের মাইলফলক নিয়ে। খুব একটা অপেক্ষা করতে হয়নি। গতকাল সকালে চতুর্থ ওভারে অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন কুলদীপ যাদব। সঙ্গে সঙ্গে মাইলফলক ছোঁয়ার আনন্দে এক হাত উঁচিয়ে চিরচেনা ভঙ্গিতে উদযাপন করেন অ্যান্ডারসন। সতীর্থরাও তাঁকে ঘিরে আনন্দে মাতেন। এরপর বল উঁচিয়ে গ্যালারির দিকে ধরেন অ্যান্ডারসন, যেখানে ছেলের কীর্তি দেখতে বসেছিলেন তাঁর বাবা-মা।
২০০৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল ‘জিমি’ নামে পরিচিত এ পেসারের। তখন জন্মও হয়নি এ সিরিজে ইংল্যান্ডের হয়ে খেলা শোয়েব বশির কিংবা রেহান আহমেদের। এখন এই কিশোরদের সঙ্গে দাপট নিয়েই খেলছেন ৪১ বছর বয়সী অ্যান্ডারসন। ২১ বছরের বেশি সময় ধরে একজন পেস বোলারের পক্ষে টেস্ট খেলে যাওয়া অবিশ্বাস্য ঘটনাই বটে। পর্যাপ্ত বিশ্রাম ও রোটেশন পদ্ধতির কারণেই লম্বা সময় ধরে খেলতে পারছেন তিনি।
তাঁর চেয়ে বেশি টেস্ট খেলেছেন শুধু একজন। শচীন টেন্ডুলকার ২০০ টেস্ট খেলে শীর্ষে আছেন।
- বিষয় :
- জেমস অ্যান্ডারসন